Home খেলাধুলো ক্রিকেট মেয়েদের আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর দীপ্তির, পৌনে ৩ কোটি টাকায় বাংলার...

মেয়েদের আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর দীপ্তির, পৌনে ৩ কোটি টাকায় বাংলার রিচা থাকলেন আরসিবি-তে  

আরসিবি (RCB) ভারতীয় দলের ব্যাটার স্মৃতি মন্ধানাকে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে আগে থেকেই রেখে দিয়েছে।

দীপ্তি শর্মা (বাঁ দিকে) ও রিচা ঘোষ (ডান দিকে)।

খবর অনলাইন ডেস্ক: ডব্লিউপিএল (মেয়েদের আইপিএল) মেগানিলামে বড়ো চমক তৈরি করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাঁর আগের ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্স (UPW) ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে ৩.২ কোটি টাকা দিলে তাঁকে দলে রেখে দিল। এই মূল্য তাঁকে ২০২৫ সালের নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের ক্রিকেটার নাট স্কিভার-ব্রান্টের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড়ের তালিকায় স্থান দিয়েছে।

এবারের নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার, যাঁকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কিনেছে ৩ কোটি টাকায়। এটি নিলামের দ্বিতীয় সবচেয়ে দামী ক্রয়। তৃতীয় সর্বোচ্চ দামে, চমক সৃষ্টি করে, শিখা পাণ্ডেকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্স ২.৪ কোটি টাকায়—যিনি ২০২৩ এর পর থেকে ভারত দলে নেই।

নিলামের শুরুতেই ঘটে বড় অঘটন। অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলির ছিল বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। তাতেও কোনো দলের বিড না পেয়ে পুরো নিলাম জুড়ে অবিক্রীত থেকে যান।

প্রথম বিক্রি হওয়া খেলোয়াড় ছিলেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, যাঁকে গুজরাত জায়েন্টস (GG) কিনেছে কোটি টাকায়। একই দলে যান ভারতের পেসার রেণুকা সিংহ (৬০ লক্ষ), আর ইউপি ওয়ারিয়র্স আরটিএম কার্ড ব্যবহার করে দলে রাখে ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টোনকে (৮৫ লক্ষ)।

ইউপি ওয়ারিয়র্স নিলামে ছিল বেশ সক্রিয়। দীপ্তিকে নেওয়ার পর তারা দলে টেনেছে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে ১.৯ কোটি টাকায় এবং সেই দেশেরই তরুণ তারকা ফিবি লিচফিল্ডকে ১.২ কোটি টাকায়। এ ছাড়া আরটিএম ব্যবহার করে নেওয়া হয় কিরণ নবগিরে ও ক্রান্তি গাউদকে।

দিল্লি ক্যাপিটালসও দলে নিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। দক্ষিণ আফ্রিকার তারকা লরা ভলভোর্টকে তারা কিনেছে ১.১ কোটি টাকায়, এবং ভবিষ্যতের বড় প্রতিভা বলে বিবেচিত ১৬ বছর বয়সি দিয়া যাদবকে নেওয়া হয়েছে মাত্র ১০ লক্ষ টাকায়।

মুম্বই ইন্ডিয়ান্স তাদের আক্রমণের মূলভিত্তিকে ধরে রাখতে চেয়েছে। কোচ লিসা কেইটলি বলেন, “আমরা আমাদের মূল ফ্রেম ধরে রাখতে পেরেছি। অ্যামেলিয়া কারের জন্য সর্বোচ্চ সীমায় যেতে হয়েছে, কিন্তু তিনি সেই মূল্য পাওয়ার যোগ্য।”

আরসিবি (RCB) প্রথম তিন সেটে কোনো খেলোয়াড় না কিনলেও পরের সেটে দলে নেয় অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল, দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ভারতের রাধা যাদবকে। ভারতীয় দলের ব্যাটার স্মৃতি মন্ধানাকে সাড়ে ৩ কোটি টাকা এবং উইকেটকিপার বাংলার রিচা ঘোষকে ২.৭৫ কোটি টাকা দিয়ে আগে থেকেই রেখে দিয়েছে আরসিবি।

২০২৬ সালের ডব্লিউপিএল শুরু হবে ৯ জানুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি। দুটি জায়গায় খেলা হবে — নবি মুম্বই ও বডোদরা (বরোদা)।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version