স্কটল্যান্ড: ৯০-০ (১০ ওভার) (মাইকেল জোন্স ৪৫, জর্জ মুনসে ৪১)
ইংল্যান্ড: ব্যাট করার সুযোগ পেল না
খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে হওয়ার কথা ছিল ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের খেলা। কিন্তু বৃষ্টি বাধ সাধায় ম্যাচ শুরু করতে বেশ দেরি হয়। শেষ পর্যন্ত ম্যাচ নামিয়ে আনা হয় ১০ ওভারে। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে বিনা উইকেটে ৯০ রান করে। ডিএলএস পদ্ধতিতে হিসাব করে দেখা যায় ইংল্যান্ডকে জেতার জন্য ১০৯ রান তাড়া করতে হবে।
ইংল্যান্ড মাঠে নামার আগে আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টি নামার কোনো লক্ষণই ছিল না। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
স্কটল্যান্ড টসে জিতে ব্যাট নিয়েছিল। দুই ওপেনার জর্জ মুনসে ও মাইকেল জোন্স ভালোই শুরু করেন। প্রতিপক্ষ ইংল্যন্ডের বোলারদের বিশেষ পাত্তা না দিয়ে ১০ দু’জনে অবিচ্ছেদ্য থেকে ১০ ওভারে তোলেন ৯০ রান। ৩০ বলে ৪৫ রান করেন জোন্স। তাঁর রানে ছিল ২টি ছয়, ৪টে চার। আর তাঁর সঙ্গী জর্জ মুনসে করেন ৩১ বলে ৪১ রান। তাঁর রানেও সমসংখ্যক ছয় ও চার ছিল। কিন্তু এর পর ম্যাচ আর গড়াল না।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: একপেশে খেলায় আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ উগান্ডা