Home খেলাধুলো ক্রিকেট ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: যশস্বী-আকাশ-রবীন্দ্র-ওয়াশিংটনের ব্যাটের সুবাদে জয়ের আশা দেখছে ভারত  

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: যশস্বী-আকাশ-রবীন্দ্র-ওয়াশিংটনের ব্যাটের সুবাদে জয়ের আশা দেখছে ভারত  

সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি যশস্বীর। ছবি BCCI 'X' থেকে নেওয়া।

ভারত: ২২৪ ও ৩৯৬ (যশস্বী জয়সওয়াল ১১১, আকাশ দীপ ৬৬, রবীন্দ্র জাদেজা ৫৩, ওয়াশিংটন সুন্দর ৫৩, জোশ টাং ৫-১২৫, গাস অ্যাটকিনসন ৩-১২৭)

ইংল্যান্ড: ২৪৭ ও ৫০-১ (বেন ডাকেট ৩৪ নট আউট, মহম্মদ সিরাজ ১-১১)

কেনিংটন ওভাল: পঞ্চম টেস্ট যে ড্র হচ্ছে না, সেটুকু নিশ্চিত। হাতে দু’দিন সময়। এখন প্রশ্ন হল সিরিজ ইংল্যান্ডের পক্ষে ৩-১ হবে, না কি ভারত ২-২ করে সমতা আনবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিততে হবে ইংল্যান্ডকে। জয় পেতে হলে এখনও তাদের ৩২৪ রান করতে হবে। আর সিরিজে সমতা আনতে হলে ভারতকে পেতে হবে ৮ উইকেট। কারণ, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ইতিমধ্যেই ১ উইকেট হারিয়েছে। আর চোট পেয়ে ছিটকে যাওয়া ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না।

কৃতিত্ব ভারতের চার ব্যাটারের

ওভালে শনিবার দিনের শেষে বলা যায়, কিছুটা হলেও ভারত সুবিধাজনক অবস্থায় রয়েছে। আর এর জন্য কৃতিত্ব চার জনের। এক, যশস্বী জয়সওয়াল – যিনি তাঁর টেস্ট ক্রিকেটের কেরিয়ারে তাঁর ষষ্ঠ শতরান করলেন এবং এই ম্যাচে প্রথম সেঞ্চুরি এল তাঁরই ব্যাট থেকে। দুই, আকাশ দীপ – নেমেছিলেন নাইট ওয়্যাচম্যান হিসাবে। টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশত রান করলেন। তিন, রবীন্দ্র জাদেজা – এই ম্যাচেও পেলেন অর্ধশত রান এবং এই সিরিজে তাঁর সংগ্রহ দাঁড়াল ৫০০-এরও বেশি রান। এবং চার, ওয়াশিংটন সুন্দর – শেষ উইকেটে তাঁর ব্যাটের ঝড় ভারতকে দিল ৫ ওভারে ৩৯ রান এবং ইংল্যান্ডকে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়াল ৩৭৪। তিনিও পেলেন অর্ধশত রান।

আকাশ দীপের অবিশ্বাস্য ব্যাটিং। জড়িয়ে ধরলেন যশস্বী। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

লিড্‌স-এ চলতি সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৭১। ৫ উইকেট বাকি থাকতেই তারা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছিল। তিন বছর আগে এজবাস্টন টেস্টে ৩৭৮ রান তাড়া করে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল ইংল্যান্ড। এ বার কি জয়ের লক্ষ্যে পৌঁছোতে পারবে তারা? দিনের শেষ ওভারে জাক ক্রলির উইকেট দখল করে ইংল্যান্ডের চেষ্টায় গুরুতর ধাক্কা দিয়েছে ভারত। মহম্মদ সিরাজ দিনের শেষ বলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করা জাক ক্রলির স্টাম্প উড়িয়ে দিয়েছে। ৫০ রানে প্রথম উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে ইংল্যান্ড দল। বেন ডাকেট ব্যাট করছেন ৩৪ রানে।

শেষ বেলায় ঝড় তুললেন ওয়াশিংটন। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

এই সিরিজে যশস্বীর দ্বিতীয় সেঞ্চুরি        

২ উইকেটে ৭৫ রান হাতে নিয়ে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে। তৃতীয় উইকেটের জুটিতে যশস্বী জয়সওয়াল এবং আকাশ দীপ কার্যত ছেলেখেলা করেন ইংল্যান্ডের বোলারদের নিয়ে। তাঁরা যোগ করেন ১০৭ রান। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬৬ রান এবং দলের ১৭০ রানের মাথায় আউট হন আকাশ দীপ। ৩ উইকেটে ১৮৯ রান হাতে নিয়ে মধ্যাহ্নভোজে যায় ভারত। প্রথম দু’ ঘণ্টার সেশনে ভারত যোগ করে ১১৪ রান। তখনই ভারতের ইনিংস কোথায় গিয়ে দাঁড়াতে পারে।

প্রথম আঘাত হানলেন সিরাজ। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

এর পর মাত্র ১১ রানে ফিরে যান অধিনায়ক শুভমন জোশ টাঙের শিকার হয়ে। ইতিমধ্যে অ্যাটকিনসনের ১ রান নিয়ে এই সিরিজে নিজের দ্বিতীয় শতরান পূর্ণ করেন যশস্বী। এর পর রবীন্দ্র জাদেজা (৫৩ রান) ও ওয়াশিংটন সুন্দরের (৫৩ রান) অর্ধশত রান এবং ধ্রুব জুরেলের ৩৪ রানের সুবাদে ভারত পৌঁছে যায় ৩৯৬ রানে। যশস্বী করলেন ১১৮ রান।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: ফের টসে হার, ত্র্যহস্পর্শের কোপে ভারত, আট বছর পরে করুণের অর্ধশত রান

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: যশস্বীর অর্ধশত, অ্যাটকিনসনের ৫ উইকেট, শুভমনরা আপাতত ৫২ রানে এগিয়ে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version