Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত, জানুন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত, জানুন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

0

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে যথাক্রমে মোহালি, ইনদওর এবং রাজকোটে আয়োজিত হবে।

মঙ্গলবার ঘরোয়া মরশুমের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ২২ সেপ্টেম্বর মোহালিতে হবে। এর পর ইনদওর এবং রাজকোটে বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৪ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিসিসিআই সচিব জয় শাহ যেমন ইঙ্গিত দিয়েছিলেন, মোহালি, নাগপুর, রাজকোট, ইনদওর, তিরুঅনন্তপুরমের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা থেকে বঞ্চিত হওয়া মাঠগুলির জন্য চিন্তাভাবনা চলছে। এখন ঘরোয়া মরশুমে সেগুলির জন্য ন্যূনতম দুটি ম্যাচ বরাদ্দ করা হয়েছে।

অস্ট্রেলিয়া সিরিজ মিলিয়ে ভারতীয় দল আসন্ন ঘরোয়া মরশুমে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং আটটি টি-টোয়েন্টি, মোট ১৬টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ দিয়েই শুরু হবে ভারতীয় দলের ঘরোয়া মরশুম। মাঝে বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি আয়োজিত হবে বিশাখাপত্তনম (২৩ নভেম্বর), তিরুঅনন্তপুরম (২৬ নভেম্বর), গুয়াহাটি (২৮ নভেম্বর), নাগপুর (১ ডিসেম্বর) এবং হায়দরাবাদে (৩ ডিসেম্বর)।

তারপরেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আফগানদের বিরুদ্ধে ১১, ১৪ ও ১৭ জানুয়ারি মোহালি, ইনদওর এবং বেঙ্গালুরুতে তিনটি ম্যাচ খেলা হবে।

এর পরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ। হায়দরাবাদে ম্যাচ দিয়ে সেই সিরিজের শুরু হবে। ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম টেস্ট খেলা হবে। ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট, ১৫ ফেব্রুয়ারি রাজকোটে তৃতীয় টেস্ট, ২৩ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট রাঁচিতে। ৭ মার্চ সর্বশেষ টেস্ট ম্যাচটি আয়োজিত হবে ধরমশালায়।

অস্ট্রেলিয়া সিরিজ:

প্রথম ওডিআই: ২২ সেপ্টেম্বর (মোহালি)

দ্বিতীয় ওডিআই: ২৪ সেপ্টেম্বর (ইনদওর)

তৃতীয় ওডিআই: ২৭ সেপ্টেম্বর (রাজকোট)

প্রথম টি-টোয়েন্টি: ২৩ নভেম্বর (বিশাখাপত্তনম)

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৬ নভেম্বর (তিরুঅনন্তপুরম)

তৃতীয় টি-টোয়েন্টি: ২৮ নভেম্বর (গুয়াহাটি)

চতুর্থ টি-টোয়েন্টি: ১ ডিসেম্বর (নাগপুর)

পঞ্চম টি-টোয়েন্টি: ৩ ডিসেম্বর (হায়দরাবাদ)

আফগানিস্তান সিরিজ

প্রথম টি-টোয়েন্টি: ১১ জানুয়ারি (মোহালি)

দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৪ জানুয়ারি (ইনদওর)

তৃতীয় টি-টোয়েন্টি: ১৭ জানুয়ারি (বেঙ্গালুরু)

ইংল্যান্ড সিরিজ

প্রথম টেস্ট: ২৫-২৯ জানুয়ারি (হায়দরাবাদ)

দ্বিতীয় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি (বিশাখাপত্তনম)

তৃতীয় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি (রাজকোট)

চতুর্থ টেস্ট: ফেব্রুয়ারি ২৩-২৭ (রাঁচি)

আরও পড়ুন: বৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র, ডব্লিউটিসি-তে ভারতকে টপকে শীর্ষে পাকিস্তান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version