Home খেলাধুলো ক্রিকেট আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

0
ছবি বিসিসিআই 'এক্স' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয় আগামী ১ ডিসেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে এত কম বয়সে কেউ আইসিসি-র প্রধান পদে বসেননি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩০ নভেম্বর। তিনি দু’ দফায় ২০২০ সাল থেকে আইসিসি-র চেয়ারম্যান রয়েছে। তৃতীয় দফায় তিনি আর চেয়ারম্যান থাকবেন না বলে তিনি জানিয়ে দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ২৭ আগস্ট শেষ তারিখ ধার্য করেছিল আইসিসি-র বোর্ড অফ ডিরেক্টরস। একটা বেশি মনোনয়নপত্র জমা পড়লে নির্বাচন হত। কিন্তু একমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সম্পাদক জয় শাহের মনোনয়নপত্র জমা পড়ে। ফলে তিনিই আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন।

আইসিসি-র তরফে এক বিবৃতিতে জয় শাহ বলেছেন, “আমি বিনীতভাবে বলছি আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারে বসার জন্য মনোনীত হয়েছি। ক্রিকেটকে আরও বিশ্বজনীন করার জন্য আইসিসি টিম এবং সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি দায়বদ্ধ।”

জয় শাহ পঞ্চম ভারতীয় যিনি আইসিসি-র চেয়ারম্যানপদ অলংকৃত করছেন। এর আগে ওই পদে ভারতীয় হিসাবে ছিলেন জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর।

মাত্র ২১ বছর বয়সে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হন জয়। ২০০৯ সালে তিনি গুজরাতের ক্রিকেট প্রশাসনে আসেন। ২০১৯-এর অক্টোবর থেকে তিনি বিসিসিআই-এর সেক্রেটারিপদে রয়েছেন। ২০২২ সালে তিনি আইসিসি-র ‘ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স’ কমিটির সদস্য হন এবং ২০২৩-এ এর প্রধান হন। ২০২২-এ জয় শাহ আবার বিসিসিআই-এর সেক্রেটারি হন। তাঁর এই পদে থাকার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫-এ। কিন্তু আইসিসি-র চেয়ারম্যান হওয়ার পর তাঁকে বিসিসিআই-এর সেক্রেটারিপদ ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত জয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন।

আরও পড়ুন

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version