Home খেলাধুলো ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে...

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে বাংলাদেশ

0

সাউথ আফ্রিকা: ডি কক ১৭৪, ক্লাসেন ৯০, এডেন ৬০ মাহমুদ ২/৬৭, মেহেদি ১/৪৪ শাকিব ১/৬৯

বাংলাদেশ: মাহমুদুল্লা ১১১, লিটন ২২ জেরাল্ড ৩/৬২, জানসেন ২/৩৯, রাবাডা ২/৪২

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার বাংলাদেশের। মঙ্গলবার ১৪৯ রানের বড় ব্যবধানে পরাস্ত হল বাংলাদেশ। ব্যাট হাতে মাহমুদুল্লা বাদে আর কেউ রান পাননি। ডি ককের সেঞ্চুরির পাল্টা ছিল মাহমুদুল্লার সেঞ্চুরি। তবে বাকি ব্য়াটাররা কেউ রান পাননি। ফলে তাঁর ইনিংস জলে গিয়েছে। বিশ্বকাপে পরপর ৪টি ম্যাচে হার। এই ম্য়াচে হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন আরও আরও ঝাপসা হয়ে গেল। পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে পৌঁছে গেল বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন কুইন্টন ডি কক ও এডেন মার্করাম। দুজন মিলেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তাঁরা। ১৩১ রান জুটিতে যোগ করেন। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৬৯ বলে ৬০ রান করে আউট হন মার্করাম।

নিজের ইনিংস চালিয়ে যান ডি কক। আরও একটি শতরান করেন তিনি। হেনরি ক্লাসেন অপরদিকে এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ডি কক ও ক্লাসেনও শতরানের পার্টনারশিপ পূরণ করেন। ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডিও টপকে যান ডি কক। ঝড়ের গতিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন ডিকক ও ক্লাসেন। শেষ পর্যন্ত ৩০৯ রানে তৃতীয় উইকেট পড়ে প্রোটিয়াদের। ১৪০ বলে ১৭৪ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন ডি কক। ১৫টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

ডি কক ফিরলেও নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন হেনরিক ক্লাসেন। তাঁকে সঙ্গ দেন ডেভিড মিলার। নিজের অর্ধশতরানও পূরণ করেন ক্লাসেন। ৪৯ বলে ৯০ রানের বিদ্ধংসী ইনিংস খেলে আউট হন ক্লাসেন। ২টি চার ও ৮টি ছয় মারেন তিনি। ৩৪ রানে ডেভিড মিলার ও ১ রানে মার্কো জানসেন অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে সাউথ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের যে শুরুটা করার দরকার ছিল সেই শুরুটা তারা করতে পারেনি। বলা ভালো প্রোটিয়াদের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। ওপেনিং জুটি করে ৩০ রান। তানজিদ হাসান করেন ১২ রান ও লিটন দাস করেন ২২ রান। নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক হন। অধিনায়ক সাকিব আল হাসান এক রান করেন। মুশফিকুর রহিম করেন ৮ রান। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদরা ব্যর্থ হন।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে টানেন মাহমুদুল্লা রিয়াদ। তিনি ১১১ রান করেন। অপর প্রান্ত থেকে কোনও সাহায্য পাননি। যদি সাহায্য পেতেন তাহলে ফলটা হয়ত অন্য হতে পারত। ফলে ৪৬.৪ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৩৩ রান করে তারা। দক্ষিণ আফ্রিকা জিতে যায় ১৪৯ রানে। তাদের হয়ে তিনটে উইকেট নেন জেরাল্ড কর্ৎজে। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন, লিজাদ উইলিয়ামসন, কাগিসো রাবাডা। একটি উইকেট নেন কেশব মহারাজ।

আরও পড়ুন: এই প্রথম বার পাকিস্তানকে হারাল আফগানিস্তান! বিশ্বকাপে হারের হ্যাটট্রিক বাবরদের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version