আর্জেন্তিনা: ১ (লিসান্দ্রো মার্তিনেজ) (৪) একুয়াদোর: ১ (কেবিন রদরিগুয়েজ) (২)
খবর অনলাইন ডেস্ক: অতিরিক্ত সময়ের ২ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে একুয়াদোর ম্যাচ নিয়ে গেল পেনাল্টি শুট-আউটে। পেনাল্টি শুট-আউটে লিওনেল মেসি প্রথম শটটি মিস করলেও আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের দক্ষতায় বেঁচে গেল একুয়াদোর ২টি গোল মিস করল। শেষ পর্যন্ত পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে একুয়াদোরকে হারিয়ে এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। ‘সুপিরিয়র প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন এমিলিয়ানো মার্তিনেজ।
শুক্রবার সকালে (ভারতীয় সময়) টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমার্ধের ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে তারা সেই এগিয়ে থাকা ধরে রাখতে পারে না। একুয়াদোরের কেবিন রদরিগুয়েজের গোলে ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে।
ম্যাচের নির্ধারিত সময়ে ১-১
ম্যাচের আগাগোড়াই চ্যাম্পিয়ন আর্জেন্তিনার সঙ্গে সমানে পাল্লা দিয়েছে একুয়াদোর। একসময়ে মনে হচ্ছিল, আক্রমণের দিক থেকে একুয়াদোরের পাল্লা ভারী। কিন্তু একুয়াদোর সমানে আক্রমণ চালিয়ে যাওয়ার ফাঁকেই প্রথমার্ধের ৩৫ মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্তিনা। মেসির কর্নার থেকে বল পেয়ে যান মাক আলিস্তার। আলিস্তার দূরের পোস্টের কাছে থাকা লিসান্দ্রো মার্তিনেজকে বল বাড়িয়ে দেন। মার্তিনেজ হেড করে গোল দেন। একুয়াদোরের গোলকিপার দোমিনগুয়েজ পাঞ্চ করেছিলেন, কিন্তু বল ততক্ষণে গোললাইন পেরিয়ে গোলে ঢুকে গিয়েছিল। আর্জেন্তিনা ১-০ গোলে এগিয়ে গেল।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল একুয়াদোর। একুয়াদোরের শট বাঁচাতে গিয়ে বলে হাত লাগিয়ে ফেলেছিলেন আর্জেন্তিনার দে পল। ‘ভার’ (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষায় পেনাল্টি পায় একুয়াদোর। কিন্তু দুর্ভাগ্য তাদের। এনার বালেন্সিয়ার শট পোস্টে লেগে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১ মিনিটে গোল শোধ করে দেয় একুয়াদোর। ফ্রি-কিক থেকে আর্জেন্তিনার বক্সে দুর্দান্ত ক্রস বাড়ান খন ইয়েবোহা। সেই বলে মাথা ছুঁইয়ে গোল করেন কেবিন রদরিগুয়েজ। শেষ পর্যন্ত ম্যাচ চলে যায় পেনাল্টি শুট-আউটে।
পেনাল্টি শুট-আউটে ফয়সালা
প্রথম পেনাল্টি নিলেন লিওনেল মেসি। তাঁর শট বারের উপর দিয়ে চলে গেল। ফল ০-০।
এবার একুয়াদোরের পালা। আঙ্গেল মেনার শট বাঁচিয়ে দিলেন আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ফল ০-০।
এবার পেনাল্টি নিলেন আর্জেন্তিনার খুরিয়ান আলবারেজ। গোল। আর্জেন্তিনা এগিয়ে গেল ১-০ গোলে।
একুয়াদোরের আলান মিন্দার শট আবার বাঁচিয়ে দিলেন মার্তিনেজ। ফল ১-০।
আর্জেন্তিনার মাক আলিস্তার গোল করলেন। আর্জেন্তিনা এগিয়ে গেল ২-০ গোলে।
একুয়াদোরের তৃতীয় পেনাল্টি শট থেকে গোল করলেন খন ইয়েবোহা। আর্জেন্তিনা এগিয়ে থাকল ২-১ গোলে।
গোল করলেন আর্জেন্তিনার গোনজালো মন্তিয়েল। আর্জেন্তিনা এগিয়ে গেল ৩-১ গোলে।
এবার একুয়াদোরও গোল করল। খোরদি কাসাইদোর গোল। আর্জেন্তিনা এগিয়ে থাকল ৩-২ গোলে।
এবার আর্জেন্তিনার নিকোলাস ওতামেন্দি পেনাল্টি শুট-আউটে গোল করে দলকে জিতিয়ে দিলেন ৪-২ গোলে। আর্জেন্তিনা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: দেখে নিন কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি