ইস্টবেঙ্গল এসসি: ০ জামশেদপুর এফসি: ০
কলকাতা: গোটা ম্যাচ ধরে আক্রমণ চালিয়েও অচলাবস্থা ভাঙতে পারল না ইস্টবেঙ্গল। সোমবার সল্ট লেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ইস্টবেঙ্গল এসসি বনাম জামশেদপুর এফসি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হল। এ বারের আইএসএল-এ এটা জামশেদপুরেরও প্রথম ম্যাচ ছিল।
লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সাজানো ছক অনুযায়ী খেলল দল। তাদের খেলায় ভালো রকম সংহতি ছিল। জামশেদপুরের বক্সে তারা বিভিন্ন দিক থেকে আক্রমণ চালিয়েছে। কিন্তু দুর্বল ফিনিশিং-এর জন্য জয়ী হতে পারল না।
ইস্টবেঙ্গলের দুই মিডফিল্ডার সাউল ক্রেসপো ও বোরখা এরেরা মাঝমাঠ দখলে রেখেছিলেন। আর দুই উইংগার নন্দ কুমার এবং নাওরেম মহেশ সিংকে বল পাঠানোর ব্যাপারে খুব একটা কিছু ত্রুটি রাখেননি সৌভিক চক্রবর্তী। নন্দ কুমার আর নাওরেম যথারীতি বল সরবরাহ করে গিয়েছেন স্ট্রাইকার খাবিয়ের সিবেরিওকে। কিন্তু সিবেরিও গোল করার বেশ কিছু সুযোগ অল্পের জন্য নষ্ট করেছেন।
অন্য দিকে জামশেদপুর তাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। মাঝেমাঝে তারা প্রতি-আক্রমণে উঠে এসেছে। ইস্টবেঙ্গল রক্ষণকে ব্যতিব্যস্ত করেছে। কিন্তু কাজের কাজ করতে পারেনি।
তবে এ দিনের ম্যাচের আসল পারফরমার বলতে হবে জামশেদপুরের গোলকিপার রেহেনেশ টিপিকে। অনেক আক্রমণ থেকে দলকে বাঁচিয়েছেন তিনি, বিশেষ করে প্রথমার্ধে। অন্তত তিনটি ক্ষেত্রে দুর্দান্ত সেভ করেছেন তিনি।
জামশেদপুর এফসি তাদের পরবর্তী ম্যাচ খেলবে কোচিতে, কেরল ব্লাস্টার্স-এর বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ সল্ট লেক স্টেডিয়ামেই, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।
আরও পড়ুন
আইএসএল: আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাবকে হারিয়ে অভিযান শুরু করল মোহনবাগান