নিজস্ব প্রতিনিধি: শনিবার ১২৫তম আইএফএ শিল্ডের ফাইনাল। মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেই ডার্বি ম্যাচের আগে বৃহস্পতিবার আইএফএ-র উদ্যোগে আইএফএ শিল্ড কার্নিভাল অনুষ্ঠিত হল।
ঐতিহ্যমন্ডিত আইএফএ শিল্ড ছাদবিহীন সুসজ্জিত বাসে পরিক্রমা করল মহানগরীর রাজপথে। ওই পরিক্রমায় শিল্ডের সঙ্গে ছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলারেরা। বাসটি ধর্মতলা থেকে ছেড়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ‘পাটুলি ফুড পাথ’-এ যাত্রা শেষ করে।

‘পাটুলি ফুড পাথ’-এ ফুটবলারদের নিয়ে টক শো অনুষ্ঠিত হয়। আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, রহিম নবি, ডেনসন দেবদাস, দীপক মণ্ডল, অসীম বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, দীপঙ্কর রায়, অর্ণব মণ্ডল এবং সৌমিক দে ওই টক শোয়ে যোগ দেন। সঞ্চালক ছিলেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে। এ ছাড়াও আইএফএ-র সহ- সভাপতি দিলীপনারায়ণ সাহা অনষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিল্ড নিয়ে টক শোয়ের পাশাপাশি কুইজ অনুষ্ঠিত হয়। সফল উত্তরদাতাদের ফাইনাল ম্যাচের টিকিট পুরস্কার হিসেবে দেওয়া হয়। শুক্রবার আইএফএ শিল্ড একই ভাবে উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে।
ছবি: আইএফএ