কলকাতা: বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে পরাস্ত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। আর চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন, রবিবার শহরে ফিরল সবুজ মেরুন দল। বিমানবন্দরে টিম পৌঁছতেই গর্জনে কান পাতা দায়। ‘আমরা কারা মোহনবাগান’ আওয়াজটা শুধু যেন কলকাতায়ই আটকে ছিল না। বাতাসে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ছিল দেশ জুড়ে।
রবিবার সকালে মোহনবাগান যে শহরে ফিরবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই বিমানবন্দরে বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সবুজ-মেরুন পতাকা, গালে আবির মেখে উৎসব শুরু হয়ে গিয়েছিল মোহনবাগানের বিমান কলকাতা ছোঁয়ার আগেই। বিমান কলকাতার মাটি ছোঁয়ার পরেই সমর্থকদের উচ্ছ্বাস বেড়ে যায়। আনন্দে নাচতে, গাইতে শুরু করেন সমর্থকরা।
আকাশ মেঘলা, কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। তাতে কী? নাওয়া-খাওয়া ভুলে প্রীতম কোটাল, পেত্রাতসদের টিম বাসের পিছনে ‘জয় মোহনবাগান’ স্লোগান তুলে ভক্তরাও ছুটলেন। কারও গালে সবুজ-মেরুন আবির তো কেউ ওড়াচ্ছেন পতাকা। সব মিলিয়ে এদিন শহরের রং সবুজ-মেরুন।
একে দলের চ্যাম্পিয়ন হওয়া আর অন্যদিকে মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরানোর ঘোষণা, জোড়া খুশির খবরে সমর্থকদের মধ্যে ছিল উৎসবের মেজাজ। রাতেই ক্লাবের তাঁবুর সামনে আনন্দ করতে শুরু করেন সমর্থকরা। কেউ বাজি পুড়িয়ে আবার কেউ ঢোল বাজিয়ে উৎসব করেন।
শনিবার বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর পরই মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দেন, দলের নামের আগে আর এটিকে থাকবে না। নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। এতে সমর্থকদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়।
আরও পড়ুন: টাইব্রেকারে ফয়সালা, বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান