মোহনবাগান সুপার জায়ান্ট: ০ চেন্নাইয়িন এফসি: ০
চেন্নাই: দল নিয়ে গবেষণা। আর তারই খেসারত দিলেন খোসে মোলিনা। আইএসএল পয়েন্টস টেবিলে দশম স্থানে থাকা চেন্নাইয়িন এফসি হারাতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে ফের দু’ পয়েন্ট হাতছাড়া হল তাদের। আগের ম্যাচে জামশেদপুর এফসি-র কাছে পয়েন্ট খুইয়ে ছিল সবুজ-মেরুন বাহিনী।
এই ম্যাচের ফলাফলে প্রশ্ন উঠেছে কোচ খোসে মোলিনার দল নিয়ে পরীক্ষানিরীক্ষা নিয়ে। এই ম্যাচে মাঝমাঠ ও আক্রমণ ভাগের চার ফুটবলার বদলে দেন তিনি। এ দিন বাদ পড়েন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, লিস্টন কোলাসো ও মনবীর সিংহ। তার বদলে শুরু থেকেই গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসকে খেলানো হয়। সুহেল ভট্ট, অভিষেক সূর্যবংশীকেও প্রথম একাদশে রাখেন মোলিনা। খেলার ছকও পালটে দেন কোচ। কিন্তু ইতিবাচক কিছু ফল হল না।
মঙ্গলবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মোহনবাগান আটটি গোলের সুযোগ তৈরি করেছিল আর চেন্নাই ছ’টি। কিন্তু কোনো দলই অব্যর্থ গোল করার পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি। খেলা দেখে মনে হয়েছে চেন্নাই নিজেদের রক্ষণের সমস্যা দূর করতে ব্যস্ত আর সবুজ-মেরুন ব্যস্ত ছিল তাদের দ্বিতীয় সারির দল কতটা আক্রমণাত্মক হতে পারে সেই গবেষণায়।
এ দিনের ম্যাচের পর মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে তারা ৭ পয়েন্টে এগিয়ে। তবে গোয়া ১টি ম্যাচ কম খেলেছে। আর ১৭ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই থাকল দশম স্থানে।