Home খেলাধুলো ফুটবল ৮ মাসের মধ্যে অবসর ভেঙে ভারতীয় দলের জার্সিতে ফিরছেন সুনীল ছেত্রী, মার্চে...

৮ মাসের মধ্যে অবসর ভেঙে ভারতীয় দলের জার্সিতে ফিরছেন সুনীল ছেত্রী, মার্চে দু’টি ম্যাচে খেলবেন তিনি

পরিত্রাতা সেই সুনীল ছেত্রী।

অবসর ভেঙে আবার ফিরছেন সুনীল ছেত্রী! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মাত্র ৯ মাস পর আবার দেশের জার্সিতে দেখা যাবে ভারতীয় ফুটবলের এই কিংবদন্তিকে।

গত বছর ৬ জুন কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সুনীল। কিন্তু এবার ফের জাতীয় দলের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সি স্ট্রাইকার। বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এক পোস্টে জানায়, “সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি আবার আন্তর্জাতিক দলে ফিরছেন।”

মার্চে ভারতের আন্তর্জাতিক ম্যাচ

মার্চে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারতীয় দল।
১৯ মার্চ: ভারতের বিরুদ্ধে মলদ্বীপ (প্রীতি ম্যাচ)
২৫ মার্চ: বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শিলংয়ে, যেখানে ফের মাঠে নামতে পারেন সুনীল ছেত্রী।

অতীতের সাফল্য ও কামব্যাক

২০০২ সালে মোহনবাগানের হয়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেন সুনীল। এরপর দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ১৫০টি ম্যাচে ৯৪টি গোল করেছেন। ভারতের নেহেরু কাপ (২০০৭, ২০০৯, ২০১২), সাফ কাপ (২০১১, ২০১৫, ২০২১, ২০২৩) ও এএফসি চ্যালেঞ্জ কাপ (২০০৮) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

২০০৮ সালে তাঁর নেতৃত্বেই ভারত ২৭ বছর পর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল।

ভারতের স্কোয়াড ও বাদ গুরপ্রীত

সুনীল ফিরলেও দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাধুর। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন অমরিন্দর সিংহ, গুরমিত সিংহ ও বিশাল কাইত।

ফরোয়ার্ড লাইনে ছেত্রীর সঙ্গে থাকছেন:
ফারুখ চৌধুরী
ইরফান ইয়াদওয়াদ
লালিয়ানজুয়ালা ছাংতে
মনবীর সিংহ

রক্ষণভাগের খেলোয়াড়রা:
সন্দেশ ঝিঙ্গন
শুভাশিস বসু
আশিস রাই
রাহুল ভেকে

মিডফিল্ডারদের তালিকায়:
মহেশ সিংহ নাওরেম
লিস্টন কোলাসো
ব্রেন্ডন ফার্নান্ডেজ

মাঠে নামার অপেক্ষায় ভারতীয় ফুটবলের আইকন

নিজে সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করলেও, ফের ভারতীয় দলের হয়ে নামার সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভক্তরা। সুনীলের প্রত্যাবর্তনে ভারতের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। শিলংয়ের ম্যাচগুলির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

সুনীল ছেত্রীর কামব্যাক কি ভারতীয় ফুটবলের মোড় ঘুরিয়ে দিতে পারবে? অপেক্ষা ১৯ মার্চের ম্যাচের!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version