পঞ্জাব কিংস: ১৭৯/৭ (শিখর ৫৭, শাহরুখ ২১*, জিতেশ ২১, বরুণ ৩/২৬, হরষিত ২/৩৩, নীতীশ ১/৭)
কলকাতা নাইট রাইডার্স: ১৮২/৫ (নীতীশ ৫১, রাসেল ৪২, রয় ৩৮, রিঙ্কু ২১, চাহর ২/২৩, হরপ্রীত ১/৪, এলিস ১/২৯)
সোমবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট নাইডার্স। শেষ ওভারে রুদ্ধশ্বাস নাটক। শেষ পর্যন্ত হাসি ফুটল কেকেআরের ক্রিকেটারদের মুখে। শেষ বলে রিঙ্কু সিংহের চার পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতিয়ে দিল কলকাতাকে।
পঞ্জাব কিংসের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ উইকেটে এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে আসে কলকাতা।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটা সময় কেকেআর চাপে থাকলেও নাইটদের জয়ের দোরগোড়ায় নিয়ে যায় সেই রাসেল এবং রিঙ্কুর জুটি। পঞ্চম উইকেটে ২৬ বলে ৫৪ রান করেন যোগ করেন তাঁরা। স্রেফ ১৯ তম ওভারের ছয় বলেই ২০ রান যোগ করেন।
একের পর এক ম্যাচে শেষে বলে ভরসা হয়ে উঠছেন রিঙ্কু সিংহ। এর আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমদাবাদের ম্যাচে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ বলে চার মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতান তিনি।এ বার শেষ বলে চার মেরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতালেন রিঙ্কু। পঞ্জাবের বিরুদ্ধে ১০ বলে ২১ রনে অপরাজিত রিঙ্কু।
অন্য দিকে, ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আন্দ্রে রাসেল।