Home খেলাধুলো আইপিএল গুজরাতকে হারিয়ে দশমবার আইপিএল ফাইনালে ধোনির সিএসকে

গুজরাতকে হারিয়ে দশমবার আইপিএল ফাইনালে ধোনির সিএসকে

আগামী ২৮ মে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চমবারের জন্য ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে বাইশ গজের যুদ্ধে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার চিপকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ১৫ রানে জিতে দশমবারের জন্য ফাইনালে সিএসকে।

টস জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাত টাইটান্স। দারুণ শুরু করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ওঠে ৪৯। শুরু থেকেই দাপট দেখিয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনিং জুটিতে ৮৭ তোলে চেন্নাই।

একাদশ ওভারের তৃতীয় বলে জুটি ভাঙেন মোহিত শর্মা। তুলে নেন ঋতুরাজকে (‌৪৪ বলে ৬০)‌। পরের ওভারেই শিবম দুবেকে (‌১)‌ তুলে নেন নূর আমেদ। ১৫ তম ওভারে আবার ধাক্কা চেন্নাই শিবিরে। পঞ্চম বলে অজিঙ্কা রাহানেকে (‌১০ বলে ১৭)‌ তুলে নেন দর্শন নালকান্ডে। পরের ওভারেই ডেভন কনওয়েকে তুলে নিয়ে নিয়ে চেন্নাইয়ের বড় রানের স্বপ্নে আঘাত হানেন মহম্মদ সামি। ৩৪ বলে ৪০ রান করে আউট হন কনওয়ে। অম্বাতি রায়ুডুও (‌৯ বলে ১৭)‌ ঝড় তুলতে ব্যর্থ। ২ বলে ১ রান করে আউট হন ধোনি। ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ তোলে চেন্নাই।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। কিন্তু ঋদ্ধি (১১ বলে ১২) শুরুটা ভালই করেই আউট হয়ে গেলেন। দলের বিপদে তিন নম্বরে নেমেছিলেন হার্দিক। কিন্তু বেশি ক্ষণ টানতে পারলেন না। দীপক চাহার প্রথম ধাক্কা দিলেন। অধিনায়ক হার্দিক তিন নম্বরে নামলেও এমন বড় ম্যাচে ব্যর্থ। মহেশ থিকশানাকে রিভার্স শট মারতে গিয়ে জাডেজার হাতে ক্যাচ দিয়ে বসলেন হার্দিক (৭ বলে ৮)। ফলে ৪১ রানে ২ উইকেট হারায় গুজরাত।

গুজরাতকে যাঁরা ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন, সেই ডেভিড মিলার (৬ বলে ৪), রাহুল তেওতিয়ারা (৫ বলে ৩) চূড়ান্ত ব্যর্থ। ৩৮ বলে ৪২ রান করে শুভমন যখন আউট হলেন তখন গুজরাতের স্কোর ৫ উইকেটে ৮৮ রান। এক মাত্র রশিদ খান (১৬ বলে ৩০) একটু হলেও চেষ্টা করেছিলেন। ১৯তম ওভারের তৃতীয় বলে আউট হওয়ায় ওখানেই গুজরাতের সুযোগ শেষ হয়ে যায়। গুজরাত থেমে গেল ১৫৭ রানে।

এই নিয়ে পঞ্চম বার চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কৃতিত্ব স্পর্শ করার হাতছানি চেন্নাইয়ের সামনে। গুজরাত টাইটান্সের সামনেও ফাইনালে ওঠার আরও একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিততে হবে হার্দিক পাণ্ড্যদের।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version