Home খেলাধুলো আইপিএল আইপিএল ২০২৩: ম্যাচ প্রতি কত টাকা পান গ্ল্যামারাস আইপিএল চিয়ারলিডাররা

আইপিএল ২০২৩: ম্যাচ প্রতি কত টাকা পান গ্ল্যামারাস আইপিএল চিয়ারলিডাররা

0

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL)-এর ১৬তম মরশুম চলছে। প্রতিদিনই এই লিগের দর্শক সংখ্যা বাড়ছে। আইপিএল-এ বিখ্যাত ক্রিকেটাররা তো রয়েইছেন, সঙ্গে স্পনসর অথবা টিমের মালিক হিসেবে যুক্ত রয়েছেন বড়ো বড়ো ব্যবসায়ী এবং চলচ্চিত্র তারকারাও। এ ছাড়াও আছেন চিয়ারলিডাররাও, যাঁরা আইপিএলের দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন বাইন্ডারি লাইনের বাইরে।

1 বেশির ভাগই বিদেশি

গত কয়েক বছর ধরে কোভিডের কারণে চিয়ারলিডারদের প্রবেশ নিষেধ ছিল ময়দানে, কিন্তু এই বছর থেকে আবার তাঁদের দেখা মিলছে। এটা নিশ্চয় লক্ষ্য করে দেখেছেন, আইপিএল চিয়ারলিডারদের নামমাত্র কয়েকজন ভারতীয়। বেশির ভাগই বিদেশ থেকে আসেন।

2 পারিশ্রমিক কত?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি আইপিএল ম্যাচের জন্য চিয়ারলিডাররা ১৪ হাজার থেকে ১৭ হাজার টাকা পেয়ে থাকেন। সংশ্লিষ্ট দল অনুযায়ী চিয়ারলিডারদের পারিশ্রমিকের হেরফের হয়। ক্রিকফ্যাক্টের একটি রিপোর্টে বলা হয়েছে, সিএসকে, পঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলি নিজেদের চিয়ারলিডারদের প্রতি ম্যাচে ১২ হাজার টাকার বেশি দিয়ে থাকে। তবে মুম্বই এবং আরসিবি প্রতি ম্যাচে চিয়ারলিডারদের প্রায় ২০ হাজার টাকা দেয়। সর্বোচ্চ পারিশ্রমিক দেয় কেকেআর, তারা প্রতি ম্যাচে চিয়ারলিডারদের ২৪ হাজার টাকা দেয়।

3 টিম জিতলে বোনাস

ম্যাচ শেষেও তাঁদের আয়ের রাস্তা আছে। ম্যাচ পারফরম্যান্সের ভিত্তিতে এবং তাদের দল জিতলে চিয়ারলিডারদের বোনাস দেওয়া হয়। এ ছাড়াও চিয়ারলিডাররা বিলাসবহুল সামগ্রী, খাবার এবং থাকার জায়গা ইত্যাদির সুবিধা পেয়ে থাকেন।

4 যোগ্যতা এবং নির্বাচন

বলে রাখা ভালো, আইপিএলে চিয়ারলিডারের কাজ সহজে পাওয়া যায় না। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্যদের নির্বাচন করা হয়। একজন আইপিএল চিয়ারলিডারের ভিড়ের সামনে নাচ, মডেলিং এবং পারফর্ম করার অভিজ্ঞতা থাকাটা আবশ্যক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version