Home খেলাধুলো আইপিএল বৃষ্টির ভ্রুকুটি ও প্লে অফের চাপ, জীবন-মরণ ম্যাচে কেকেআরের সামনে দুশ্চিন্তা

বৃষ্টির ভ্রুকুটি ও প্লে অফের চাপ, জীবন-মরণ ম্যাচে কেকেআরের সামনে দুশ্চিন্তা

কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের জীবন-মরণ সমস্যা। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের বাকি দুটো ম্যাচ জিততেই হবে। এখনও পর্যন্ত ১২ ম্যাচ থেকে ১১পয়েন্ট সংগ্রহ করেছে কেকেআর। বাকি দুটো ম্যাচ জিতলে দলের পয়েন্ট হবে ১৫। তার পরেও অনেক হিসাবনিকাশ থাকবে প্লে অফে যাওয়ার। তবে প্রাথমিক শর্ত হল, বাকি ম্যাচ জিততেই হবে। আর এতেই কপালে ভাঁজ পড়েছে অজিঙ্ক রাহানেদের। কারণ, আবহাওয়া।

কেকেআর-এর যে দুটি ম্যাচ বাকি রয়েছে তার মধ্যে একটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে এবং আর-একটি সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে। কাল শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির মুখোমুখি হচ্ছে কেকেআর। ইডেন গার্ডেন্সে আয়োজিত প্রথম ম্যাচে আরসিবির কাছে হেরে গিয়েছিল কেকেআর। সেই স্মৃতি নিয়েই কেকেআর মাঠে নামছে শনিবার। একে তো এই মানসিক চাপ, তার ওপর আবহাওয়ার পূর্বাভাস চিন্তা ধরিয়েছে কেকেআর শিবিরে। কারণ কোনো ভাবে ম্যাচ পরিত্যক্ত হয়, তা হলে এবারের আইপিএল-এ আর লড়াইয়ে থাকবে না তারা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধে থেকে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ভালোরকম। সন্ধে ৭টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৩৪%। রাত যত গড়াবে, বৃষ্টির সম্ভাবনা তত বাড়বে। রাত ১০টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৫১%। তার পরে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। তবে একটাই আশার কথা, দেশের মধ্যে বেঙ্গালুরুর স্টেডিয়ামেই নিকাশি ব্যবস্থা সবচেয়ে ভালো। মাঠ দ্রুত শুকিয়ে ফেলা যায়। তাই ম্যাচ হয়তো পুরো বাতিল হবে না।

গত ২২ এপ্রিল পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গুলিতে কাশ্মীরের বৈসরন উপত্যকায় ২৫ পর্যটক-সহ ২৬ জনের মৃত্যুর পর ভারত প্রত্যাঘাত করে। ৭ মে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানে বেশ কিছু জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। এর পর ভারত-পাক পরিস্থিতির আবহে স্থগিত হয়ে যায় আইপিএল। দু’ দেশের মধ্যে সংঘর্ষবিরতির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কিছুটা সহজ হতে এগারো দিন পর শনিবার আবার শুরু হচ্ছে আইপিএল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version