Home খেলাধুলো আইপিএল গুয়াহাটিতে রাজস্থানের মুখোমুখি কলকাতা, এক নজরে যাবতীয় পরিসংখ্যান

গুয়াহাটিতে রাজস্থানের মুখোমুখি কলকাতা, এক নজরে যাবতীয় পরিসংখ্যান

0

কলকাতা নাইট রাইডার্স নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালসের। আইপিএল ২০২৫-এর এই ম্যাচটি বুধবার হচ্ছে গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে। উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে এবং প্রথম পয়েন্টের সন্ধানে রয়েছে।

এ বারের আইপিএল-এ নাইট রাইডার্স প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়। অন্যদিকে রাজস্থান রয়্যালস হাই-স্কোরিং ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে পরাস্ত হয়।

কেকেআর প্রথমে ব্যাট করে ভালো অবস্থানে থাকলেও মাঝপর্যায়ে ধাক্কা খায় এবং ১৭৪ রানে থেমে যায়। পরে আরসিবির ব্যাটিং দাপট সামলাতে পারেনি তারা। বিরাট কোহলি ও ফিল সল্ট দুর্দান্ত ব্যাটিং করে সাত উইকেটে সহজ জয় এনে দেন বেঙ্গালুরুকে।

রাজস্থানের বোলিং লাইনআপ সানরাইজার্সের ব্যাটিং তাণ্ডবে ছিন্নভিন্ন হয়ে যায়। ঈশান কিসানের দুর্দান্ত সেঞ্চুরিতে এসআরএইচ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ২৮৬/৬ তোলে। রাজস্থান পাল্টা লড়াই করলেও ২৪২ রানে গুটিয়ে যায়।

ফলে, উভয় দল এখন টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

আইপিএলে এখন পর্যন্ত রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ৩০ বার মুখোমুখি হয়েছে। উভয় দলই সমান ১৪টি করে ম্যাচ জিতেছে, আর দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

গত দুই মরশুমে কেকেআরের বিরুদ্ধে অপরাজিত রয়েছে রাজস্থান। তিনটি ম্যাচের মধ্যে তারা দুটি জিতেছে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

রাজস্থান বনাম কলকাতা পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৩০

রাজস্থানের জয়: ১৪

কলকাতার জয়: ১৪

পরিত্যক্ত: ২

কলকাতা নাইট রাইডার্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আনরিখ নর্টিয়ে, মনীশ পান্ডে, বৈভব অরোরা, অনুকুল রায়, লুভনিথ সিসোদিয়া, চেতন সাকারিয়া, রহমানুল্লা গুরবাজ, মায়াঙ্ক মারকান্ডে, রোভম্যান পাওয়েল, মঈন আলি।

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকী, সঞ্জু স্যামসন, কুনাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া, কুয়েনা মাফাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, যুধবীর সিং চরক, আশোক শর্মা, বৈভব সুর্যবংশী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version