Home প্রযুক্তি হোয়াটসঅ্যাপে নীল রঙের সার্কেলের সঠিক ব্যবহারে চ্যাট হবে আরও সহজ

হোয়াটসঅ্যাপে নীল রঙের সার্কেলের সঠিক ব্যবহারে চ্যাট হবে আরও সহজ

0

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের চ্যাটলিস্ট খুললেই এক কোণে এখন দেখা যায় মেটা AI৷ এই কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারে চ্যাট করা আরও সহজ হয়ে যায়৷ মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট, মেটা এআইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর চ্যাটিংকে আরও উন্নত, স্মার্ট এবং আরও দক্ষ করে তুলতে এটি ভারত-সহ বিভিন্ন দেশে চালু করা হয়েছে।

অন্য দিকে, হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে এক জোড়া নতুন ফিচার৷ দু’টি ফিচারই ক্যামেরার মাধ্যমে ব্যবহার করা যাবে৷ নতুন দু’টি ফিচার হল অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং অন্যটি হল ডকুমেন্ট স্ক্যানিং ফিচার৷ হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে ব্যবহার করা যাবে এই ফিচার৷ পাশাপাশি ডকুমেন্ট স্ক্যানিং ফিচারের সাহায্যে সেটি শেয়ার করা আরও সহজ হবে৷ এই ফিচারগুলি প্রথমে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে প্রকাশিত হয়েছিল৷ এবার iOS ব্যবহারকারীরাও এই ফিচারের সুবিধা পাবেন৷ আগেই ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ৷ সেইসঙ্গে ভিডিওতে স্কিন টোন পরিবর্তনের সুবিধা এনেছে।

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের AI Llama 3.2 মডেল ব্যবহার করা হয়। বর্তমানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং সিঙ্গাপুরের মতো দেশে ব্যবহার হয় মেটার এই ভার্সনটি। আগামী দিনে গোটা বিশ্বে এটির ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

ব্যক্তিগত চ্যাটে মেটা এআই-এর সঙ্গে কী ভাবে ব্যবহার করবেন

Android বা iOS ডিভাইসে WhatsApp খুলতে হবে প্রথমে।

এর পর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মেটা AI আইকনটি মেন স্ক্রিনে ‘নতুন চ্যাট’ বোতামের ঠিক ওপরে দেখা যায় এবং iOS ব্যবহারকারীদের জন্য আইকনটি ইনবক্সের মধ্যে স্ক্রিনের ডানদিকে নীচের দিকে থাকে।

এর পর একটি চ্যাট উইন্ডো খুলতে মেটা AI আইকনে ক্লিক করতে হবে। এই চ্যাট উইন্ডো ব্যবহারের জন্য AI এর সঙ্গে কথা বলা যাবে।

এক বার চ্যাটবক্স খোলা হলে, প্রশ্ন টাইপ করতে পারবেন ব্যবহারকারীরা। মেটা এআই সব প্রশ্নের উত্তর দেবে।

একটি ইমেজ জেনারেট করতে, টাইপ করুন ‘imagine’। এর পরে আপনি যে ইমেজটি চান সেটির বর্ণনা দিলেই মেটা সেটি তৈরি করতে পারবে।

কিছুক্ষণের মধ্যে Meta AI ব্যবহারকারীর বর্ণনার উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করতে পারবে। মেটা AI কোনো রাজনৈতিক ব্যক্তির ছবি বা তথ্য দেবে না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version