Home প্রযুক্তি ইন্টারনেট ছাড়াই কাজ করবে রোবট! গুগল আনল নতুন এআই ‘জেমিনি রোবোটিকস’

ইন্টারনেট ছাড়াই কাজ করবে রোবট! গুগল আনল নতুন এআই ‘জেমিনি রোবোটিকস’

0
রোবটের জন্য এল অফলাইন 'জেমিনি রোবোটিকস অন ডিভাইস'

এআই প্রযুক্তিতে বড় পদক্ষেপ গুগলের! প্রযুক্তি জগতে আলোড়ন তুলল গুগলের ডিপমাইন্ড ভিশন এআই। এবার রোবটের জন্য বিশেষভাবে তৈরি হল ‘জেমিনি রোবোটিকস অন ডিভাইস’। এই নতুন এআই প্রযুক্তি এমন এক সিস্টেম, যা ক্লাউডের ওপর নির্ভর না করে স্থানীয়ভাবে কাজ করবে। অর্থাৎ, ইন্টারনেট ছাড়াই অথবা কম স্পিডের ইন্টারনেট কানেকশনে রোবটকে পরিচালনা করতে পারবে এই এআই মডেল।

গুগল জানিয়েছে, এই নতুন রোবোটিকস এআই মডেল মূলত ল্যাটেন্সি সেনসিটিভ এনভায়রনমেন্টের জন্য তৈরি। যেখানে রিয়েল টাইমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। সাধারণত ক্লাউড-নির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোতে ইন্টারনেটের ওপর অনেকটাই নির্ভরতা থাকে। কিন্তু ‘জেমিনি রোবোটিকস অন ডিভাইস’ সম্পূর্ণরূপে অফলাইনে চলতে পারে।

এই এআই সিস্টেম বহুস্তরীয় কমান্ড বুঝতে পারে। শুধু তাই নয়, স্থানীয় ভাষার নির্দেশও অনায়াসে গ্রহণ করতে সক্ষম। ফলে নির্দিষ্ট অঞ্চলের মানুষের ভাষাতেই রোবটকে নির্দেশ দেওয়া সম্ভব হবে।

গুগল আরও জানিয়েছে, ডেভেলপাররা যাতে এই জেমিনি রোবোটিকস অন ডিভাইস এআই মডেল তাদের নিজস্ব রোবোটিক সিস্টেমে ব্যবহার করতে পারেন, সেই কারণে তারা বিশেষ ‘Software Development Kit’ (SDK) এনেছে।

বিশেষজ্ঞদের মতে, এটি এআই ও রোবোটিক্স দুনিয়ায় এক বড় মাইলফলক। ভবিষ্যতের অটোমেশন এবং স্মার্ট মেশিন তৈরির ক্ষেত্রে এই ধরনের অফলাইন ও ভাষা-সক্ষম এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version