Home প্রযুক্তি নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং স্মার্ট চশমার জন্য নয়া এই অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে। এতে গুগলের Gemini AI সুবিধা মিলবে। অ্যান্ড্রয়েড এক্সআর আসন্ন মিক্সড রিয়েলিটি হেডসেট, স্মার্ট চশমা এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) ছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)-তে ব্যবহার করা হবে।

গুগল বৃহস্পতিবার অ্যান্ড্রয়েড এক্সআর-এর প্রথম ডেভেলপার প্রিভিউ রিলিজ করেছে। অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমে এক্সটেন্ডেড রিয়েলিটি অভিজ্ঞতার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা ফিচারগুলি পাওয়া যাবে। এর অর্থ হল ব্যবহারকারীরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারবেন এবং বস্তু এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। এ ছাড়াও, ‘সার্কেল টু সার্চ’ ফিচারটি ব্যবহার করা যাবে, যেখানে কোনো ছবির মধ্যে থাকা নির্দিষ্ট অংশের চার পাশে গোল করে তার সম্পর্কে জানতে চাওয়া যাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version