নতুন বছর আসন্ন, আর সেই সঙ্গে ২০২৫ সালের ১ জানুয়ারি ব্যাংক ছুটি নিয়ে কৌতূহল বাড়ছে।
জানুয়ারি মাসে বিভিন্ন উৎসব, আঞ্চলিক ও জাতীয় ছুটির কারণে একাধিক দিন ব্যাংক ছুটি রয়েছে। সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংক জানুয়ারি মাসে দুই শনিবার ও চার রবিবার ছুটি পালন করবে। তবে এই ছুটির সময়সূচি বিভিন্ন রাজ্যে পরিবর্তিত হতে পারে, তাই স্থানীয় ব্যাংক শাখায় যাচাই করে নেওয়াই ভাল।
১ জানুয়ারি কি ব্যাংক বন্ধ থাকবে?
দেশ জুড়ে বেশিরভাগ ব্যাংক ইংরাজি নববর্ষ (১ জানুয়ারি ২০২৫) নতুন বছর উদযাপনের জন্য বন্ধ থাকবে। তবে মিজোরাম ও সিকিমের মতো কিছু দূরবর্তী অঞ্চলে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখেই ব্যাংক বন্ধ থাকবে।
অনলাইন ব্যাংকিং
ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকেরা অনলাইন ও মোবাইল ব্যাংকিং পরিষেবার ওপর নির্ভর করতে পারবেন। এছাড়াও, এটিএম থেকেও টাকা তোলার সুবিধা চালু থাকবে।
আরবিআই ব্যাংক ছুটির তালিকা
ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) এখনও জানুয়ারি ২০২৫-এর অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশ করেনি। তবে মাস জুড়ে ব্যাংকগুলির ১৩টি ছুটির দিন থাকার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দুই শনিবার ও চার রবিবার ছুটি অন্তর্ভুক্ত।
জানুয়ারি ২০২৫-এর সম্ভাব্য ছুটির তালিকা:
১. ১ জানুয়ারি ২০২৫ (বুধবার): নতুন বছরের দিন — সারা দেশ
২. ৫ জানুয়ারি ২০২৫ (রবিবার): সারা দেশ
৩. ৬ জানুয়ারি ২০২৫ (সোমবার): গুরু গোবিন্দ সিং জয়ন্তী — চণ্ডীগড়, হরিয়ানা
৪. ১১ জানুয়ারি ২০২৫ (শনিবার): দ্বিতীয় শনিবার — সারা দেশ এবং মিশনারি ডে — মিজোরাম
৫. ১২ জানুয়ারি ২০২৫ (রবিবার): সারা দেশ এবং স্বামী বিবেকানন্দ জয়ন্তী — পশ্চিমবঙ্গ
৬. ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার): লোহরি — পঞ্জাব, জম্মু, হিমাচলপ্রদেশ
৭. ১৪ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার): সংক্রান্তি — বিভিন্ন রাজ্য এবং পঙ্গল — তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ
৮. ১৫ জানুয়ারি ২০২৫ (বুধবার): তিরুভাল্লুভার দিবস — তামিলনাড়ু এবং টুসু পূজা — পশ্চিমবঙ্গ, অসম
৯. ১৯ জানুয়ারি ২০২৫ (রবিবার): সারা দেশ
১০. ২৩ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী — ওড়িশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ
১১. ২৪ জানুয়ারি ২০২৫ (শনিবার): চতুর্থ শনিবার — সারা দেশ
১২. ২৬ জানুয়ারি ২০২৫ (রবিবার): সাধারণতন্ত্র দিবস — সারা দেশ
১৩. ৩০ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): সোণাম লোসার — সিকিম