Home খবর কলকাতা স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর কয়েক ঘণ্টায়

স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর কয়েক ঘণ্টায়

0

কলকাতা: স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হল। ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম বদলে সোমবার সন্ধ্যায় কলকাতা পুরসভা নতুন অস্থায়ী ফলক লাগিয়ে দিল, যেখানে নতুন নাম দেওয়া হয়েছে “বিনোদিনী থিয়েটার।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্দেশখালির একটি সভা থেকে এই নামবদলের ঘোষণা করেন। পুরসভা জানিয়েছে, মঙ্গলবারের মধ্যেই স্থায়ী ফলক বসিয়ে দেওয়া হবে।

বিনোদিনী দাসী এক সময় স্টার থিয়েটারের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের অনুরোধে তিনি অর্থ সংগ্রহ করে থিয়েটার নির্মাণে সাহায্য করেছিলেন। বিনিময়ে প্রেক্ষাগৃহটির নাম তাঁর নামে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু উদ্বোধনের আগ মুহূর্তে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে থিয়েটারের নাম রাখা হয় ‘স্টার থিয়েটার’। সেই ইতিহাসকেই বদলে দিয়ে মুখ্যমন্ত্রী বিনোদিনীর প্রতি ন্যায়বিচার করলেন বলে মনে করছেন অনেকে।

কিন্তু যে স্টার থিয়েটারের নাম বিনোদিনীর নামে করা হল, তার সঙ্গে বিনোদিনীর কোনো সম্পর্ক ছিল না। স্টার থিয়েটার প্রথম তৈরি হয় ১৮৮৩ সালে বিডন স্ট্রিটে। এখানেই ১৮৮৪ সালে ঠাকুর রামকৃষ্ণ সাঙ্গোপাঙ্গদের নিয়ে বিনোদিনী অভিনীত ‘চৈতন্যলীলা’ দেখতে এসেছিলেন। এই স্টার থিয়েটারের জন্যই বিনোদিনী তাঁর গুণমুগ্ধ গুর্মুখ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গিরিশচন্দ্রদের দিয়েছিলেন। গুর্মুখ রায়ের শর্ত ছিল এই থিয়েটারের নাম করতে হবে হয় বিনোদিনী থিয়েটার অথবা বি থিয়েটার। কিন্তু বিনোদিনীর নামে ‘নাম’ রাখলে তৎকালীন সমাজ আপত্তি তুলতে পারে সেই ‘যুক্তি’তেই বিডন স্ট্রিটের প্রেক্ষাগৃহের নাম রাখা হয় স্টার থিয়েটার। দুঃখ পেয়েছিলেন বিনোদিনী। এই ‘স্টার’ থাকতে থাকতেই কর্নওয়ালিস স্ট্রিটে (অধুনা বিধান সরণি) হাতিবাগান মোড়ের কাছে তৈরি হয় দ্বিতীয় স্টার থিয়েটার। তত দিনে বিডন স্ট্রিটের প্রেক্ষাগৃহের হাত বদল হয়ে গিয়ে নাম হয়ে গিয়েছে ‘মনোমোহন থিয়েটার’। এই দ্বিতীয় স্টার থিয়েটারে কোনো দিন অভিনয় করেননি বিনোদিনী। ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভেনিউ তৈরি করার সময় ‘মনোমোহন থিয়েটার’ তথা প্রথম ‘স্টার’ ভাঙা পড়ে।

এই নামবদল প্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “নটী বিনোদিনীর সঙ্গে স্টার থিয়েটারের ইতিহাস ওতপ্রোত ভাবে জড়িত। মুখ্যমন্ত্রী তাঁর এই সিদ্ধান্তের মাধ্যমে এক ঐতিহাসিক ভুল সংশোধন করেছেন এবং বিনোদিনীকে তাঁর যোগ্য সম্মান দিয়েছেন।”

পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই আমরা দ্রুত স্টার থিয়েটারের নামফলক সরিয়ে ফেলে নতুন নামের ফলক বসিয়েছি। আগামীকাল স্থায়ী ফলক বসিয়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত, ১৮৮৮ সালে উত্তর কলকাতার হাতিবাগান মোড়ের কাছে যে স্টার থিয়েটার তৈরি হয়েছিল, ১৯৯১ সালের আগুনে এটি ধ্বংস যায়। তার পর ২০০৫ সালে এটি পুনর্নির্মাণ করা হয়। নতুন রূপে থিয়েটারটি হয়ে ওঠে সিনেমা হল, ক্যাফে এবং বিশেষ প্রদর্শনী গ্যালারির জন্য পরিচিত। এ বার এর নতুন নামকরণ “বিনোদিনী থিয়েটার” দিয়ে বিনোদিনীর প্রতি সম্মান জানানো হল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version