২০২৪-২৫ অর্থবছরের জন্য কর্মচারীদের ভবিষ্য তহবিল (ইপিএফ) আমানতে ৮.২৫ শতাংশ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা (ইপিএফও)। শুক্রবার কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (সিবিটি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩-২৪ অর্থবছরে ইপিএফের সুদের হার ছিল ৮.২৫ শতাংশ, যা আগের বছরের ৮.১৫ শতাংশ থেকে সামান্য বৃদ্ধি পেয়েছিল।
চার দশকের মধ্যে ইপিএফের সর্বনিম্ন সুদের হার
২০২১-২২ অর্থবছরে ইপিএফও সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করে, যা ছিল ১৯৭৭-৭৮ সালের পর থেকে সর্বনিম্ন। এর আগের বছর, ২০২০-২১ সালে, সুদের হার ছিল ৮.৫ শতাংশ।
২০২৪-২৫ সালের সুদের হার চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর, ইপিএফও-র সাত কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে নতুন সুদের হার যোগ হবে।
গত কয়েক বছরে ইপিএফের সুদের হারের পরিবর্তন:
- ২০১৯-২০: ৮.৫ শতাংশ
- ২০১৮-১৯: ৮.৬৫ শতাংশ
- ২০১৭-১৮: ৮.৫৫ শতাংশ
- ২০১৬-১৭: ৮.৬৫ শতাংশ
- ২০১৫-১৬: ৮.৮ শতাংশ
- ২০১৩-১৪ ও ২০১৪-১৫: ৮.৭৫ শতাংশ
- ২০১২-১৩: ৮.৫ শতাংশ
- ২০১১-১২: ৮.২৫ শতাংশ
ইপিএফও সরকারের অনুমোদন পাওয়ার পরই সুদের হার কার্যকর করে। তার পরেই বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয়।