ফেব্রুয়ারি মাস শেষ। মার্চ মাস নিয়ে আসছে টাকাপয়সা সম্পর্কিত বেশ কিছু বড় পরিবর্তন। এই পরিবর্তনগুলোর প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং অর্থনীতির ওপর পড়বে। এলপিজি গ্যাসের দাম পরিবর্তন থেকে শুরু করে বিমা প্রিমিয়াম পরিশোধের নতুন পদ্ধতি চালু হওয়ার মতো একাধিক নিয়ম পরিবর্তন হতে চলেছে।
এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন
সাধারণত, প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। ফেব্রুয়ারির শুরুতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। মার্চের শুরুতেই বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, দিল্লি, কলকাতা ও মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫ টাকা করে বেড়েছে। প্রায় দুই মাস পর এলপিজির দাম বাড়ল, যদিও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
বিমা প্রিমিয়াম এখন ইউপিআই-এর মাধ্যমে পরিশোধ
বিমা প্রিমিয়াম পরিশোধ করা আরও সহজ হতে চলেছে। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই (IRDAI) নতুন পরিষেবা বিমা-এএসবিএ চালু করতে চলেছে, যা ১ মার্চ ২০২৫ থেকে কার্যকর হবে। এটি ইউপিআই (UPI)-ভিত্তিক হবে, ফলে UPI ব্যবহারকারীরা সহজেই বিমার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
ইউএএন সক্রিয় করার শেষ তারিখ ১৫ মার্চ
কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা (EPFO) ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) সক্রিয় করা এবং ব্যাংক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে। ইপিএফও-র ইএলআই স্কিম-এর সুবিধা নিতে হলে এই কাজটি করা বাধ্যতামূলক।
মিউচুয়াল ফান্ডে নমিনি
মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির সংখ্যা সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে সেবি (SEBI)। নতুন নিয়ম অনুযায়ী, এখন একজন বিনিয়োগকারী তার ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড ফোলিওতে সর্বাধিক ১০ জনকে নমিনি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। এই নিয়ম ১ মার্চ ২০২৫ থেকে কার্যকর হচ্ছে।
মার্চ মাসে ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) মার্চ মাসের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী, মার্চ মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। তাই কাজের জন্য ব্যাংকে যাওয়ার আগে ছুটির দিনগুলোর তালিকা দেখে নেওয়া ভালো।