Home শিল্প-বাণিজ্য মার্কিন ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি! কেন ধস নামল টাকার...

মার্কিন ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি! কেন ধস নামল টাকার দামে

0

শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগের বহির্গমনের কারণে রেকর্ড নিম্নমুখী ভারতীয় রুপি। নজর মার্কিন নির্বাচনে।


সোমবার (৪ নভেম্বর) ভারতীয় রুপি মার্কিন ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। কারণ স্থানীয় শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের স্রোত অব্যাহত রয়েছে। তবে এই সময়ে ডলার দুর্বল থাকলেও সেই প্রভাব কাটিয়ে উঠতে পারছে না রুপি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রুপির মান ছিল ৮৪.১১৫০, যা এদিনের সর্বনিম্ন ৮৪.১২২৫-এ গিয়ে ঠেকে। স্থানীয় শেয়ারবাজারের সূচক, বিএসই সেনসেক্স এবং নিফটি ৫০, উভয়ই সোমবার ১ শতাংশের বেশি কমে গেছে।

বিদেশি বিনিয়োগের সংকোচন

রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের সেপ্টেম্বরে রেকর্ড উচ্চতা ছোঁয়ার পর থেকে শেয়ারবাজার প্রায় ৮ শতাংশ পড়েছে। দেশীয় কোম্পানিগুলির আয়ের প্রায় স্থিতিশীল প্রবণতা এবং বিদেশি বিনিয়োগকারীদের নিয়মিত শেয়ারবাজার থেকে সরে যাওয়ায় বাজারে এমন পতন দেখা যাচ্ছে।

আরবিআই-এর হস্তক্ষেপ

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) হস্তক্ষেপে রুপি অধিকাংশ ক্ষেত্রে পতন থেকে রক্ষা পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয় হলে বাজারে অস্থিরতা বাড়তে পারে, যার জন্য আরবিআই প্রস্তুত। দেশের মুদ্রাবাজারে আরবিআই যে কোনো অস্থিরতা মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে।

মার্কিন নির্বাচনের প্রভাব

মার্কিন নির্বাচনের আগে ডলারের ওপর প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের মতে, রিপাবলিকানদের জয় ডলারকে শক্তিশালী করতে পারে, তবে কমলা হ্যারিসের সম্ভাব্য জয় মার্কিন ডলারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া, ভোটের ফলাফল বিলম্বিত হতে পারে বলে বাজারে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version