Home শিল্প-বাণিজ্য বছরের শেষ দিনে মিলল না সুখবর! জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকেও অপরিবর্তিত রইল স্বল্প সঞ্চয়...

বছরের শেষ দিনে মিলল না সুখবর! জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকেও অপরিবর্তিত রইল স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার

0

স্বল্প সঞ্চয় প্রকল্প যেমন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC) সুদের হার জানুয়ারি-মার্চ ২০২৫ ত্রৈমাসিকেও অপরিবর্তিত থাকবে বলে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এটি ধারাবাহিকভাবে চতুর্থ ত্রৈমাসিক, যখন সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি।

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের জন্য (১ জানুয়ারি, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত) বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকবে। এগুলি তৃতীয় ত্রৈমাসিক (১ অক্টোবর, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত)-এর জন্য নির্ধারিত হারের মতোই থাকবে।”

জনপ্রিয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এর সুদের হার ৭.১ শতাংশ এবং ডাকঘর সঞ্চয় প্রকল্পে সুদের হার ৪ শতাংশ রাখা হয়েছে। কিসান বিকাশ পত্রের (KVP) সুদের হার ৭.৫ শতাংশ থাকবে এবং এই বিনিয়োগ ১১৫ মাসে পরিপক্ব হবে।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এর ক্ষেত্রে সুদের হার ৭.৭ শতাংশ থাকবে জানুয়ারি-মার্চ ২০২৫ সময়কালের জন্য।

বর্তমান ত্রৈমাসিকের মতো, মাসিক আয়ের (MIS) প্রকল্পেও বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ সুদ পাবেন। গত চারটি ত্রৈমাসিকে কোনও পরিবর্তন আনা হয়নি। শেষবার কেন্দ্র কিছু প্রকল্পের সুদের হারে পরিবর্তন করেছিল গত অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে।

স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রতি ত্রৈমাসিকে সরকার দ্বারা নির্ধারিত হয়। এই প্রকল্পগুলি মূলত ডাকঘর এবং ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version