Home শিল্প-বাণিজ্য ২০ নভেম্বর বুধবার হওয়া সত্ত্বেও বন্ধ থাকবে শেয়ার বাজার! কেন জানেন

২০ নভেম্বর বুধবার হওয়া সত্ত্বেও বন্ধ থাকবে শেয়ার বাজার! কেন জানেন

0

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কারণে আগামী ২০ নভেম্বর মুম্বইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বন্ধ থাকবে। ওই দিন ক্যাপিটাল মার্কেট এবং ফিউচার অ্যান্ড অপশনস সেগমেন্টে কোনো ধরনের ট্রেডিং হবে না বলে এনএসই এক বিবৃতিতে জানিয়েছে। এনএসই বলেছে, “মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, একটি ট্রেডিং ছুটি ঘোষণা করা হল।”

এনএসই-এর পাশাপাশি বিএসই (বম্বে স্টক এক্সচেঞ্জ) খুব শীঘ্রই একই ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, প্রথা অনুযায়ী, মুম্বইয়ে নির্বাচনের দিনগুলিতে শেয়ার বাজার বন্ধ থাকে।

এমনিতে শনি ও রবিবার বন্ধ থাকে শেয়ার বাজার। প্রতি বছরই ছুটির তালিকা প্রকাশিত হয়। তবে এক্সচেঞ্জ নির্ধারিত ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলিতে বাজার বন্ধ করতে পারে বা মূলত ছুটির দিন হিসাবে ঘোষিত দিনগুলিতে বাজার খুলতেও পারে। যেমন, ভোটের দিন বাজার বন্ধ থাকে, আবার ছুটির দিনে পড়লেও দীপাবলিতে মহরত ট্রেডিং করা হয়।

মহারাষ্ট্র বিধানসভার বর্তমান মেয়াদ ২৬ নভেম্বর, ২০২৪-এ শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের জন্য বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, মহারাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর এবং ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

মহারাষ্ট্র বিধানসভায় মোট ২৮৮টি আসন রয়েছে, যেখানে সদস্যরা একক আসন ভিত্তিতে সরাসরি নির্বাচিত হন। এই বছরের নির্বাচনে ক্ষমতাসীন মহায়ুতি জোট (যার মধ্যে রয়েছে বিজেপি, শিব সেনা – একনাথ শিন্ডে গোষ্ঠী এবং এনসিপি – অজিত পাওয়ার গোষ্ঠী) এবং মহা বিকাশ আঘাডি (এমভিএ) জোট (যার অন্তর্ভুক্ত শিব সেনা – উদ্ধব ঠাকরে গোষ্ঠী, এনসিপি – শরদ পাওয়ার গোষ্ঠী এবং কংগ্রেস) মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি

ইভেন্টতারিখ
গেজেট বিজ্ঞপ্তি জারি২২ অক্টোবর ২০২৪
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ২৯ অক্টোবর ২০২৪
মনোনয়নের যাচাই৩০ অক্টোবর ২০২৪
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ৪ নভেম্বর ২০২৪
ভোটগ্রহণের তারিখ২০ নভেম্বর ২০২৪
ভোটগণনার তারিখ২৩ নভেম্বর ২০২৪
নির্বাচনের সম্পূর্ণকরণ২৫ নভেম্বর ২০২৪

আরও পড়ুন: হোন্ডা নিয়ে আসছে প্রথম বৈদ্যুতিক স্কুটার, ভারতের বাজারে আসার কথা ২৭ নভেম্বর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version