Home গাড়ি ও বাইক হোন্ডা নিয়ে আসছে প্রথম বৈদ্যুতিক স্কুটার, ভারতের বাজারে আসার কথা ২৭ নভেম্বর

হোন্ডা নিয়ে আসছে প্রথম বৈদ্যুতিক স্কুটার, ভারতের বাজারে আসার কথা ২৭ নভেম্বর

0

ভারতের অটোমোবাইল বাজারে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। আর এই ধারাবাহিকতায় অন্যতম শীর্ষ দুই চাকার যানবাহন নির্মাতা হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের প্রথম বৈদ্যুতিক মডেল চালু করতে যাচ্ছে। এই মডেলটি আগামী ২৭ নভেম্বর বাজারে আসার কথা রয়েছে।

বর্তমানে ইন্টারন্যাল কম্বাশন ইঞ্জিন (আইসিই) স্কুটার বাজারে, যেমন হোন্ডা অ্যাক্টিভা ও ডিও মডেলগুলির সঙ্গে তাদের আধিপত্য অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, হোন্ডার প্রথম বৈদ্যুতিক মডেলটিও একটি স্কুটার হবে এবং এটি সম্ভবত জনপ্রিয় মডেল অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণ হিসেবে বাজারে আসবে।

এই বৈদ্যুতিক স্কুটারটি আইসিই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, যা নির্মাণ খরচ কমাতে এবং ক্রেতামহলে দ্রুত পৌঁছানোর জন্য সহায়ক হবে। অনেকের মতে, হোন্ডা অ্যাক্টিভা ই-স্কুটারটির পারফরম্যান্স অ্যাক্টিভা ১১০-এর মতো হতে পারে, এবং এর রেঞ্জ হতে পারে প্রায় ১০০ কিলোমিটার। ব্যাটারি সিস্টেমের ক্ষেত্রে ফিক্সড ব্যাটারি ব্যবহার করা হতে পারে, তবে রিমুভেবল ব্যাটারির ব্যবহারের সম্ভাবনাও থেকে যাচ্ছে।

এই নতুন বৈদ্যুতিক স্কুটারটির চেসিস এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে ব্যাটারি ও মোটরের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা যায়। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন থাকবে বলে আশা করা যাচ্ছে। ব্রেকিং সিস্টেমে সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক থাকবে।

বর্তমানে ভারতের বৈদ্যুতিক যানবাহন বাজার এখনও প্রাথমিক স্তরে রয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস (এফএডিএ) অনুযায়ী, এই বছরের অক্টোবর মাসে মোট ১,৩৯,১৫৯টি বৈদ্যুতিক দুই চাকার যান বিক্রি হয়েছে, যা মোট দুই চাকার যানবাহন বিক্রির মাত্র ৬.৭৪ শতাংশ। একই মাসে হোন্ডা ৫,৫৪,২৪৯টি আইসিই স্কুটার বিক্রি করেছে, যা ২৬.৮৪ শতাংশ বাজার অংশীদারিত্বের সমান।

বর্তমানে ভারতের বৈদ্যুতিক দুই চাকার যানবাহন বাজারে ওলা ইলেকট্রিক, টিভিএস মোটর কোম্পানি, বাজাজ অটো, অ্যাথার এনার্জি এবং হিরো মোটোকর্প-এর মত ব্র্যান্ডগুলির আধিপত্য রয়েছে। ওলা তাদের এস১ রেঞ্জ, টিভিএস আইকিউব এবং এক্স, বাজাজ তাদের চেতক, অ্যাথার তাদের রিজটা ও ৪৫০, এবং হিরো তাদের বিদা ভি১ রেঞ্জে বৈদ্যুতিক স্কুটার সরবরাহ করছে।

হোন্ডার এই প্রথম বৈদ্যুতিক মডেলটি বাজারে প্রবেশের মাধ্যমে দেশের বৈদ্যুতিক যানবাহনের জগতে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গাড়ি ও বাইকের আপডেট খবর দেখতে এখানে ক্লিক করুন: গাড়ি ও বাইক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version