Home শিল্প-বাণিজ্য পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৫: আবেদনপত্র জমার সময়সীমা বাড়ল, নতুন সূচি প্রকাশ

পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৫: আবেদনপত্র জমার সময়সীমা বাড়ল, নতুন সূচি প্রকাশ

0

পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৫-এর জন্য আবেদনপত্র জমার সময়সীমা বাড়িয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA)। নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহীরা ৩১ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন (pminternship.mca.gov.in)। আগে এই সময়সীমা ছিল ১২ মার্চ। আবেদন সম্পূর্ণ ফ্রি।

স্টাইপেন্ড ও সুবিধা

নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৫,০০০ টাকা স্টাইপেন্ড এবং এককালীন ৬,০০০ টাকা পেমেন্ট পাবেন।

যোগ্যতা

পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৫-এ আবেদন করতে হলে হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি BA, BSc, B.Com, BCA, BBA, B.Pharma, ITI সার্টিফিকেট বা পলিটেকনিক ডিপ্লোমা সম্পন্ন থাকতে হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের পদ্ধতি

১. সরকারি ওয়েবসাইটে যান – pminternship.mca.gov.in

২. “PM Internship Scheme 2025 registration” লিঙ্ক সিলেক্ট করুন

৩. নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগইন ক্রেডেনশিয়াল জেনারেট করুন

৪. প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিন

৫. ভবিষ্যতের জন্য আবেদনপত্র সংরক্ষণ করুন

প্রয়োজনীয় নথি

আধার কার্ড

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (ঐচ্ছিক)

গুরুত্বপূর্ণ তথ্য

ইন্টার্নশিপের মেয়াদ ১২ মাস, বাড়ানো যাবে না

কোম্পানির নিয়ম অনুযায়ী ছুটি নেওয়া যাবে

নির্বাচন হবে প্রযুক্তি-নির্ভর, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version