Home শিল্প-বাণিজ্য পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

0

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (NSCBI Airport) সাশ্রয়ী এয়ারপোর্ট ক্যাব সার্ভিস চালু করল। আজ, বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সচিব ড. সৌমিত্র মোহন। প্রথম পর্যায়ে কলকাতায় এই পরিষেবা চালু হলেও, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে দেশের আরও ১০টি বিমানবন্দরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

এই অংশীদারিত্বের মাধ্যমে, র‌্যাপিডো কলকাতা বিমানবন্দরে একটি বিশেষ ক্যাব পরিষেবা জোন তৈরি করবে, যেখানে যাত্রীরা সহজে এবং নিরাপদে বাজেট-বান্ধব যাত্রার সুবিধা উপভোগ করতে পারবেন। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন গন্তব্যে আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণের অভিজ্ঞতা দিতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই পরিষেবা চালুর মাধ্যমে আমরা কেবলমাত্র সাশ্রয়ী ভ্রমণ ব্যবস্থা দিচ্ছি না, বরং স্থানীয় ড্রাইভারদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছি। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গকে স্মার্ট মোবিলিটির ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে এবং আমরা বিশ্বাস করি এই উদ্যোগ নতুন মাইলফলক তৈরি করবে।”

র‌্যাপিডোর সহ-প্রতিষ্ঠাতা পবন গুন্টুপল্লি জানান, “র‌্যাপিডোর মিশন হল প্রযুক্তির মাধ্যমে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী যাতায়াতের ব্যবস্থা করা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্ব যাত্রীদের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। র‌্যাপিডোর প্রযুক্তি-নির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে বিমানবন্দরের যাতায়াতের সুবিধা পাবেন।”

তিনি আরও বলেন, র‌্যাপিডোর এই অংশীদারিত্বের মূলমন্ত্র হল তার SaaS (Software-as-a-Service) ব্যবসায়িক মডেল, যা যাত্রীদের জন্য সাশ্রয়ী ক্যাব পরিষেবা এবং ড্রাইভারদের জন্য উপার্জনের সুবিধা নিশ্চিত করে। উন্নত প্রযুক্তির মাধ্যমে র‌্যাপিডো যাত্রার প্রাপ্যতা ও কম খরচে পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই ক্যাব পরিষেবা চালুর মাধ্যমে র‌্যাপিডো স্থানীয় ড্রাইভারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, যা গিগ অর্থনীতিতে একজন নেতৃস্থানীয় চাকরি সৃষ্টিকারী হিসেবে তাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version