Home শিল্প-বাণিজ্য আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা...

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

UPI Multi Signatory

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। মঙ্গলবার গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫ (Global Fintech Fest 2025)-এ আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর (T. Rabi Sankar) ঘোষণা করেন তিনটি নতুন উদ্ভাবনী পরিষেবা—
‘UPI Multi-Signatory’, ‘UPI Lite Smart Glass Transactions’ এবং ‘Forex on Bharat Connect’

UPI Multi-Signatory — যৌথ অ্যাকাউন্টে ডিজিটাল স্বাচ্ছন্দ্য

এই নতুন সুবিধায় এখন থেকে একাধিক স্বাক্ষরকারীর (multi-signatory/joint account) অনুমোদন নিয়েই সহজে UPI পেমেন্ট করা যাবে।
অর্থাৎ, যদি কোনও অ্যাকাউন্টে একাধিক ব্যক্তি যুক্ত থাকেন, তাহলে এক বা একাধিক ব্যক্তির ডিজিটাল অনুমোদনের মাধ্যমেই লেনদেন সম্পন্ন হবে।

প্রতিটি স্বাক্ষরকারী যে কোনও UPI অ্যাপ ব্যবহার করেই লেনদেন অনুমোদন দিতে পারবেন। ফলে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা হবে আরও স্বচ্ছ, দ্রুত এবং জটিলতা-মুক্ত। এই ফিচারটি সম্পূর্ণ interoperable, অর্থাৎ বিভিন্ন ব্যাঙ্ক ও অ্যাপের মধ্যে সহজে ব্যবহার করা যাবে।

এর ফলে সময় বাঁচবে, ভুলের সম্ভাবনা কমবে এবং প্রত্যেক লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকবে— যা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে।

স্মার্ট গ্লাসে UPI Lite — হ্যান্ডস-ফ্রি পেমেন্ট

দ্বিতীয় উদ্ভাবন, ‘Small Value Transactions using Wearable Glasses via UPI Lite’, ডিজিটাল পেমেন্টের জগতে এক নতুন অধ্যায়।
এখন থেকে স্মার্ট গ্লাসের সাহায্যে ব্যবহারকারীরা QR স্ক্যান করে, ভয়েস অথেনটিকেশন দিয়ে ছোট পরিমাণের লেনদেন করতে পারবেন— ফোন বা পিন ছাড়াই।

এই ফিচারটি বিশেষভাবে তৈরি ছোট-মূল্যের, বারবার করা পেমেন্টের জন্য, যেমন—খুচরো কেনাকাটা, খাবার, ট্রান্সপোর্ট ইত্যাদি। এর ফলে UPI Lite আরও দ্রুত, নির্ভরযোগ্য ও ব্যাঙ্ক সার্ভারের উপর কম নির্ভরশীল হয়ে উঠবে।

Forex on Bharat Connect — সহজ হবে বিদেশি মুদ্রা কেনা

তৃতীয় উদ্ভাবন হিসেবে চালু হয়েছে ‘Forex on Bharat Connect’, যা FX Retail Platform-এর সঙ্গে সংযুক্ত। এর ফলে এখন খুচরো গ্রাহকরা তাঁদের পছন্দের ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপ থেকেই ডলারের মতো বিদেশি মুদ্রা (USD) কিনতে পারবেন।

এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে NPCI Bharat BillPay Ltd (NBBL), Clearing Corporation of India Limited (CCIL)RBI-এর যৌথ উদ্যোগে।
গ্রাহকরা রিয়েল-টাইমে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দামে মুদ্রা কিনতে পারবেন—
তিনটি বিকল্প পদ্ধতিতে:

  1. নগদ ডলার (Currency notes)
  2. ফরেক্স কার্ড লোড (Forex Card Load)
  3. বিদেশে টাকা পাঠানো (Outward Remittance)

পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে অনলাইনে বা প্রয়োজনে নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে।

ডিজিটাল পেমেন্টের নতুন যুগে ভারত

এই তিনটি প্রযুক্তিগত উদ্যোগ ভারতের ডিজিটাল অর্থনীতিকে আরও আধুনিক ও বিশ্বমানের করে তুলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
বিশেষত, UPI Smart Glass Payment এবং Joint Account UPI Approval System ভারতীয় ডিজিটাল পেমেন্টকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন: কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version