Home শিল্প-বাণিজ্য মূল সুদের হার নিয়ে বড়ো সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, আপাতত অপরিবর্তিত রেপো রেট

মূল সুদের হার নিয়ে বড়ো সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, আপাতত অপরিবর্তিত রেপো রেট

0

নয়াদিল্লি: মূল সুদের হার বা রেপো রেট (Repo rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির (MPC) তিন দিনের বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার জানিয়ে দিলেন, আপাতত রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, মূল বেঞ্চমার্ক সুদের হার থাকছে ৬.৫০ শতাংশ।

গত ৮ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বিপিএস বৃদ্ধি করেছিল আরবিআই। ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল সুদের হার ৩৫ বিপিএস বাড়িয়েছিল। তার পরে রেপো রেট ৬.২৫ শতাংশ করা হয়েছিল শেষ বারের বৈঠকে। গত বছরের মে থেকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্পমেয়াদী ঋণের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফেব্রুয়ারিতে ফের এক বার বৃদ্ধির ফলে রেপো রেট দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশে।

আরবিআই গভর্নর বলেন, “সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক অবস্থা নিয়ে আমরা মূল্যায়ন করেছি। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা মূল সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি।মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতক্ষণ না মূল্যস্ফীতির টেকসই হ্রাস দেখা যাচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে”।

আরবিআই-এর অনুমান, ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ভারতীয় অর্থনীতির প্রকৃত জিডিপি বৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ। যা প্রথম থেকে চতুর্থ, চারটি ত্রৈমাসিকের জন্য যথাক্রমে ৭.৮ শতাংশ, ৬.২ শতাংশ, ৬.১ শতাংশ এবং ৫.৯ শতাংশ।

প্রসঙ্গত, যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট।

আরও পড়ুন: পঞ্জাবের জয়ের দৌড় অব্যাহত, ধাওয়ান-ঝড়ে হারল রাজস্থান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version