সংকট কাটতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। অসুস্থ দেখিয়ে এক ধাক্কা তিনশ কেবিন ক্র ছুটি নেন। এর ফলে বুধবার থেকে ১৭০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। জানা গিয়েছে, যে সমস্ত কেবিন ক্রু ছুটি নিয়েছিলেন তাঁরা সকলেই আবার কাজে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রম কমিশনারের কার্যালয় জানিয়েছে, এই ঘটনার জেরে যে ২৫ জন কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়েছিল তাদের আবার পুনর্বহাল করতে রাজি হয়েছে বিমান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা। বৈঠকের সময় একটি নথি স্বাক্ষরিত হয়। প্রধান শ্রম কমিশনার (কেন্দ্রীয়) এর মাস্টহেড বহন করা এই নথিতে, স্বাক্ষর করে সংস্থার পরিচালন কমিটির সদস্য এবং ইউনিয়নের প্রতিনিধিরা।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হাতে এই নথিটি এসেছে। তাতে লেখা হয়েছে, সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছেে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কেবিন ক্রুরা অসুস্থতার কথা জানিয়ে ছুটি নিয়েছেন। বিস্তারিত আলোচনা, এবং সমঝোতার মাধ্যমে বিমান সংস্থার কর্তা ও মুখ্য শ্রম কমিশনার (কেন্দ্রীয়) এর আবেদনের প্রেক্ষিতে ইউনিয়নের প্রতিনিধি (কেবিন ক্রু সদস্য) একমত হন যে সমস্ত কেবিন ক্রু সদস্য অসুস্থ হয়েছেন তারা অবিলম্বে ফিটনেস সার্টিফিকেট নিয়ে ডিউটিতে যোগ দেবেন।
ওই নথিতে আরও বলা হয়েছে, “চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) এর আবেদনের প্রেক্ষিতে ম্যানেজমেন্ট ২৫ জন কেবিন ক্রুকে পুনর্বহাল করতে সম্মত হয়েছে। সার্ভিস রেগুলেশন অনুযায়ী ম্যানেজমেন্ট এই কেবিন ক্রুদের অভিযোগগুলির পর্যালোচনা করবে।
শ্রম কমিশনারের কার্যালয় থেকে বলা হয়েছে, ম্যানেজমেন্টের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন যে কেবিন ক্রুরা তাদের সামনে এবং সমঝোতা প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিষয় উত্থাপন করেছিলেন সেগুলি খতিয়ে দেখা হবে এবং সমাধান করা হবে।
আরও পড়ুন। অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত