Home শিল্প-বাণিজ্য এমআইএস, সুকন্যা সমৃদ্ধি-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

এমআইএস, সুকন্যা সমৃদ্ধি-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

0

এমআইএস, সুকন্যা সমৃদ্ধি-সহ বেশির ভাগ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক বা এপ্রিল-জুন মাসে এই সমস্ত প্রকল্পে বিনিয়োগকারীরা বাড়তি হারে সুদ পেতে চলেছেন।

যে সব প্রকল্পে সুদের হার বাড়ল

শুক্রবার অর্থমন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings scheme, SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মাসিক আয় সঞ্চয় প্রকল্প (MIS), জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC), কিসান বিকাশ পত্র (KVP) এবং সমস্ত পোস্ট অফিস টাইম ডিপোজিট-সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানো হয়েছে।

যে সব প্রকল্পে সুদের হার অপরিবর্তিত

তবে জনপ্রিয় পিপিএফ (PPF) এবং সঞ্চয় আমানতের জন্য সুদের হার যথাক্রমে ৭.১ শতাংশ এবং ৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া অন্য সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ০.১ থেকে ০.৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ৯ মাসের মধ্যে তৃতীয় বারের মতো স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার সংশোধন করল কেন্দ্র। স্বল্প সঞ্চয় প্রকল্পে নতুন সুদের হার ৪ শতাংশ থেকে ৮.২ শতাংশ পর্যন্ত।

কোন প্রকল্পে সুদের হার কত

প্রকল্পের নাম৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত সুদের হার (%)১ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর সুদের হার (%)
সেভিংস ডিপোজিট৪.০৪.০
১ বছরের টার্ম ডিপোজিট৬.৬৬.৮
২ বছরের টার্ম ডিপোজিট৬.৮৬.৯
৩ বছরের টার্ম ডিপোজিট৬.৯৭.০
৫ বছরের টার্ম ডিপোজিট৭.০৭.৫
৫ বছরের রেকারিং ডিপোজিট৫.৮৬.২
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম৮.০৮.২
মান্থলি ইনকাম স্কিম৭.১৭.৪
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট৭.০৭.৭
পাবলিক প্রভিডেন্ট ফান্ড৭.১৭.১
কিসান বিকাশ পত্র৭.২ (১২০ মাসে ম্যাচিওর)৭.৫ (১১৫ মাসে ম্যাচিওর)
সুকন্যা সমৃদ্ধি যোজনা৭.৬৮.০

স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা

স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রতি ত্রৈমাসিকে পর্যালোচনা করা হয়। স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারে পর্যালোচনার জন্য শ্যামলা গোপীনাথ কমিটির প্রস্তাব অনুসরণ করা হয়। কমিটির পরামর্শ অনুযায়ী, বিভিন্ন প্রকল্পে সুদের হার অনুরূপ ম্যাচিউরিটির সরকারি বন্ডের ফলন থেকে ২৫-১০০ বিপিএস বেশি হওয়া উচিত।

শেষ বার কবে সুদের হার বেড়েছিল

চলতি বছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের জন্য অধিকাংশ স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার ২০ বিপিএস থেকে ১১০ বিপিএস-এর মধ্যে বাড়ানো হয়েছিল। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এমআইএস, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিসান বিকাশ পত্র এবং সমস্ত পোস্ট অফিস টাইম ডিপোজিটের মতো স্কিমের সুদের হার বাড়ানো হয়েছিল। তবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার পরিবর্তন করা হয়নি সে বার।

আরও পড়ুন: ইউপিআই লেনদেনে জুড়ছে ১.১ শতাংশ পর্যন্ত শুল্ক, সাধারণ গ্রাহকদের উপর প্রভাব পড়বে কি?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version