নয়াদিল্লি: সাধারণত প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার শেয়ার বাজার বন্ধ থাকে। তবে এ বার কেন্দ্রীয় বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি এ বার শনিবার পড়েছে। এদিন শেয়ার বাজার খোলা থাকবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। এই বিষয়ে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে যে, শেয়ার বাজার ওই দিন খোলা থাকবে।
১ ফেব্রুয়ারি (শনিবার) কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ওই দিন সকাল ৯ টা ১৫ মিনিট থেকে দুপুর ৩ টে ৩০ মিনিট পর্যন্ত শেয়ার বাজারে স্বাভাবিক সময় অনুযায়ী লেনদেন হবে। অর্থমন্ত্রী ওই দিন ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন।
এর আগেও বাজেট পেশের দিনে শনিবার শেয়ার বাজার খোলা ছিল। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি এবং ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারিতেও বাজেট পেশের সময় শেয়ার বাজার খোলা ছিল। ২০০১ সালে বাজেট পেশের সময়সীমা সন্ধ্যা ৫টা থেকে পরিবর্তন করে সকাল ১১টা করা হয়। সেই থেকে বাজেট পেশের দিন শেয়ার বাজার স্বাভাবিক সময়ে খোলা থাকে।
২০২৫ সালে সাপ্তাহিক ছুটির (শনিবার এবং রবিবার) পাশাপাশি, বিএসই এবং এনএসই মোট ১৪টি বিশেষ দিনে বন্ধ থাকবে। এই ছুটিগুলি মূলত বড় উৎসব এবং বিশেষ দিবসের জন্য নির্ধারিত।
২০২৫ সালে শেয়ার বাজারের ছুটির সংক্ষিপ্ত তালিকা:
- জানুয়ারি মাসে কোনও ছুটি নেই।
- ফেব্রুয়ারি, মে, নভেম্বর এবং ডিসেম্বর মাসে এক দিন করে ছুটি থাকবে।
- মার্চ এবং আগস্টে দু’দিন করে ছুটি থাকবে।
- এপ্রিল এবং অক্টোবর মাসে সর্বাধিক তিন দিন করে শেয়ার বাজার বন্ধ থাকবে।
- এছাড়া, ২১ অক্টোবর দেওয়ালির দিন মুহরত ট্রেডিং (Muhurat Trading) হবে।
তবে, বাজেট পেশের দিনে শেয়ার বাজার খোলার ফলে বিনিয়োগকারীরা বাজেটের প্রভাব সরাসরি লেনদেনের কাজে লাগাতে পারবেন।