সপ্তাহের শেষ কেনাবেচার দিন সামান্য লাভের সঙ্গে বন্ধ হয়েছে ভারতীয় শেয়ারবাজারের সূচক সেনসেক্স ও নিফটি ফিফটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (M&M), ইন্ডাসইন্ড ব্যাংক এবং টাটা মোটর্স-এর মতো অটো ও ব্যাংকিং শেয়ারের ভাল পারফরম্যান্স বাজারের এই উত্থানে বড় ভূমিকা পালন করেছে।
সপ্তাহের হিসেবে, উৎসবজনিত সংক্ষিপ্ত ট্রেডিং সপ্তাহে, সেনসেক্স এবং নিফটির মতো দুই অন্যতম সূচকই প্রায় ১ শতাংশ বেড়েছে। এর আগে সপ্তাহে বাজার ৫ শতাংশ হ্রাস পেয়েছিল।
সেনসেক্সের পারফরম্যান্স
সেনসেক্স ৭৮,৬০৭.৬২ পয়েন্টে দিন শুরু করে। দিনের সর্বোচ্চ ৭৯,০৪৩.১৫ এবং সর্বনিম্ন ৭৮,৫৯৮.৫৫ ছুঁয়ে সূচক বন্ধ হয় ৭৮,৬৯৯.০৭ পয়েন্টে। এতে ২২৭ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বৃদ্ধি হয়।
শীর্ষ লাভদায়ী স্টক: মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাংক, বাজাজ ফিনান্স এবং টাটা মোটর্স (১-২ শতাংশ বৃদ্ধি)।
বড় অবদানকারী: আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
নিফটি ফিফটি-র পারফরম্যান্স
নিফটি ২৩,৮০১.৪০ পয়েন্টে দিন শুরু করে এবং দিনের মধ্যে ২৩,৯৩৮.৮৫ পয়েন্ট সর্বোচ্চে পৌঁছায়। দিনের শেষে এটি বন্ধ হয় ২৩,৮১৩.৪০ পয়েন্টে, যা ৬৩ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বৃদ্ধি।
অন্যান্য খাতের পারফরম্যান্স
- ফার্মা: নিফটি ফার্মা সূচকে ১.৩০ শতাংশ বৃদ্ধি।
- অটো: নিফটি অটো সূচকে ১ শতাংশ বৃদ্ধি।
- ব্যাংকিং: নিফটি ব্যাংক ০.২৭ শতাংশ এবং প্রাইভেট ব্যাংক সূচকে ০.৪৯ শতাংশ বৃদ্ধি।
- পিএসইউ ব্যাংক: পিএসইউ ব্যাংক সূচকে ০.৮৯ শতাংশ হ্রাস।
- মেটাল, তেল ও গ্যাস, রিয়েলটি: সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত হ্রাস।
