Home শিল্প-বাণিজ্য ইউপিআই লেনদেনে জুড়ছে ১.১ শতাংশ পর্যন্ত শুল্ক, সাধারণ গ্রাহকদের উপর প্রভাব পড়বে...

ইউপিআই লেনদেনে জুড়ছে ১.১ শতাংশ পর্যন্ত শুল্ক, সাধারণ গ্রাহকদের উপর প্রভাব পড়বে কি?

0

এ বার থেকে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI) লেনদেনের উপরে বসতে চলেছে ১.১ শতাংশ পর্যন্ত বিনিময় শুল্ক বা ইন্টারচেঞ্জ ফি (Interchange Fee)। ন্য়াশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (National Payments Corporation of India) তরফে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই চার্জ বসানোর সুপারিশ করা হয়েছে। এতে কি সাধারণ গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে?

কাদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১ এপ্রিল থেকেই ইউপিআই (UPI)-এর মাধ্যমে করা লেনদেনের উপর নয়া ব্যবস্থা কার্যকর করছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। তবে সাধারণ গ্রাহকদের উপর সরাসরি এই প্রভাব পড়বে না। তাঁরা আগের মতোই বিনামূল্যে অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন। ব্যবসায়িক কারণে যাঁরা অর্থ লেনদেন করেন, শুধুমাত্র তাঁদেরই গুনতে হবে অতিরিক্ত টাকা। বিষয়টি স্পষ্ট করে একটি বিবৃতি জারি করেছে এনপিসিআই।

এনপিসিআই বলেছে, ইউপিআই-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের জন্য গ্রাহকদের কোনো ফি দিতে হবে না। দেশের সর্বাধিক ৯৯.৯ শতাংশ ইউপিআই লেনদেন শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই করা হয়।

সাধারণ গ্রাহকের উপর সরাসরি প্রভাব পড়বে নয়

এনপিসিআই জানিয়েছে, ইউপিআই পেমেন্টের জন্য ব্যাঙ্ক বা গ্রাহককে কোনো চার্জ দিতে হবে না। এ ছাড়াও, এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ইউপিআই লেনদেন করলেও কোনো চার্জ দিতে হবে না।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা অনুসারে, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই ওয়ালেট) এখন ইন্টারঅপারেবল ইউপিআই ইকোসিস্টেমের অংশ। এর পরিপ্রেক্ষিতে, পিপিআই ওয়ালেটগুলিকে ইন্টারঅপারেবল ইউপিআই ইকোসিস্টেমের একটি অংশ হওয়ার অনুমতি দিয়েছে এনপিসিআই। ইন্টারচেঞ্জ চার্জ শুধুমাত্র পিপিআই ব্যবসায়ীদের লেনদেন (প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস মার্চেন্ট লেনদেন)-এর উপর প্রযোজ্য হবে। তবে এর জন্য গ্রাহককে কোনো ফি দিতে হবে না।

কীসে কত বিনিময় শুল্ক

এনপিসিআই সার্কুলার অনুসারে, গুগল পে (Google Pay), পেটিএম (Paytm), ফোন পে (PhonePe) বা অন্যান্য অ্যাপের মাধ্যমে করা পেমেন্টে ১.১ শতাংশ পর্যন্ত ইন্টারচেঞ্জ রেট দিতে হবে। বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের জন্য ইন্টারচেঞ্জ ফি পরিবর্তিত হয়। এটি ০.৫ শতাংশ থেকে ১.১ শতাংশ পর্যন্ত এবং নির্দিষ্ট বিভাগের জন্য নির্দিষ্ট সীমা প্রযোজ্য। টেলিকম, শিক্ষা, কৃষি এবং ইউটিলিটি/পোস্ট অফিসের জন্য ইন্টারচেঞ্জ ফি হল ০.৭ শতাংশ, যেখানে সুপারমার্কেটের জন্য ফি হল লেনদেনের মূল্যের ০.৯ শতাংশ৷ বিমা, সরকার, মিউচুয়াল ফান্ড এবং রেলওয়ের জন্য ১ শতাংশ চার্জ, জ্বালানির জন্য ০.৫ শতাংশ চার্জ ধার্য করা হবে।

আরও পড়ুন: কর্নাটক বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version