Home খবর দেশ কর্নাটক বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি

কর্নাটক বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি

0

নয়াদিল্লি: আগামী ১০ মে এক দফাতেই ভোটগ্রহণ কর্নাটকে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভার ভোট ঘোষণা করে বুধবার জানাল নির্বাচন কমিশন।

এ দিন এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়ে দিলেন, ১০ মে ভোটগ্রহণের পর ১৩ মে হবে ভোটগণনা, ওই দিনেই ফলাফল ঘোষণা করবে কমিশন।

ভোট ঘোষণার আগেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে কর্নাটকে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেস এবং জনতা দল সেকুলার (জেডি-এস)। দুর্নীতি ও সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ এড়িয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। এই নির্বাচনে জাতীয় ও রাজ্য পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দলের নীতির জনপ্রিয়তারও একপ্রস্থ যাচাই হয়ে যাবে।

২০১৮ সালে, শেষবার কর্নাটক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একক বৃহত্তম দল হিসেবে বিজেপি পেয়েছিল ১০৪টি আসন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দূরে ছিল গেরুয়া শিবির। সেবার কংগ্রেস এবং জেডিএস যথাক্রমে ৮০ এবং ৩৭ আসন নিয়ে ভোট-পরবর্তী জোট গড়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন জেডিএস নেতা কুমারস্বামী।

কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে শাসক জোটের বেশ কয়েকজন বিধায়ক তাদের দল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পরে জোট ভেঙে যায়। বিজেপি তখন মুখ্যমন্ত্রী হিসেবে বিএস ইয়েদিউরয়াপ্পাকে নিয়ে সরকার গঠন করে। তিনি ২০২১ সালের জুলাই মাসে পদত্যাগ করলে বোম্মাই কর্নাটকের মুখ্যমন্ত্রী হন।

অন্য দিকে, কর্নাটক পুনর্দখলের আশায় বলীয়ান কংগ্রেস পুরোদমে দুর্নীতি প্রসঙ্গকে পাখির চোখ করে বিজেপির দিকে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করছে। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

আরও পড়ুন: রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’, প্রবেশ করতে পারবেন আমজনতাও

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version