Home শিল্প-বাণিজ্য UPI Lite কী? জানুন সহজ ভাষায় এই নতুন পেমেন্ট সিস্টেমের খুঁটিনাটি

UPI Lite কী? জানুন সহজ ভাষায় এই নতুন পেমেন্ট সিস্টেমের খুঁটিনাটি

UPI Lite

ডিজিটাল লেনদেন এখন আর বিলাসিতা নয়, বরং নিত্যদিনের অভ্যাস। UPI (Unified Payments Interface) ইতিমধ্যেই দেশজুড়ে কোটি মানুষের হাতে পৌঁছে গেছে। তবে ছোটখাটো লেনদেনে অনেক সময় সার্ভার ব্যস্ত থাকায় বা নেটওয়ার্ক সমস্যার কারণে পেমেন্টে সমস্যা হয়। সেই সমস্যা কাটাতেই এসেছে UPI Lite

UPI Lite কী?

UPI Lite হলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)–এর তৈরি একটি লাইটওয়েট পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে খুব ছোট অঙ্কের টাকা লেনদেন করা যায়, যেখানে প্রতি বার UPI PIN দিতে হয় না। অর্থাৎ, রিচার্জ, কফি শপ, বাস ভাড়া বা ছোটখাটো কেনাকাটায় দ্রুত পেমেন্ট সম্ভব।

কীভাবে কাজ করে?

  • ব্যবহারকারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে UPI Lite ওয়ালেট-এ টাকা লোড করেন।
  • এই ওয়ালেটে দিনে সর্বাধিক ₹2,000 রাখা যায়।
  • একবারে সর্বাধিক ₹500 পর্যন্ত পেমেন্ট করা যায়।
  • লেনদেনের জন্য ইন্টারনেট/ব্যাংকের সার্ভার লোড কম লাগে, ফলে ট্রানজাকশন ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব কম।

UPI Lite-এর সুবিধা

  1. PIN ছাড়াই দ্রুত লেনদেন – প্রতিবার পিন দিতে হয় না, ফলে ২–৩ সেকেন্ডেই ট্রানজাকশন হয়।
  2. ছোট লেনদেনের জন্য আদর্শ – বাস, অটো, ছোট দোকান, ফাস্টফুডের বিল ইত্যাদিতে দারুণ কাজে লাগে।
  3. কম সার্ভার লোড – ব্যাংকের সার্ভার কম ব্যস্ত হয়, ফলে ট্রানজাকশন ফেল হওয়ার আশঙ্কা কম।
  4. অফলাইন সুবিধা – ভবিষ্যতে UPI Lite অফলাইনে কাজ করবে বলে NPCI জানিয়েছে, অর্থাৎ নেটওয়ার্ক না থাকলেও ছোটখাটো লেনদেন সম্ভব হবে।

সীমাবদ্ধতা

  • একবারে সর্বাধিক ₹500 পর্যন্ত লেনদেন করা যায়।
  • দিনে সর্বাধিক ₹2,000 পর্যন্ত ব্যবহার করা যায়।
  • সব ব্যাংক এখনও এই পরিষেবা চালু করেনি।

কোথায় ব্যবহার করবেন?

Google Pay, PhonePe, Paytm-এর মতো জনপ্রিয় UPI অ্যাপে ইতিমধ্যেই UPI Lite ব্যবহার করা যায়। শুধু ওয়ালেট অ্যাক্টিভেট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লোড করতে হবে।

UPI Lite আসলে ছোটখাটো লেনদেনকে আরও দ্রুত ও ঝামেলাহীন করে তোলার একটি নতুন ধাপ। প্রতিদিনের সাধারণ কেনাকাটায় এটি ব্যবহার করলে সময় এবং ঝামেলা দুটোই বাঁচবে। ভবিষ্যতে সব ব্যাংক ও সব অ্যাপ এই পরিষেবা যুক্ত করলে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে।

আরও পড়ুন: এটিএমে বিনামূল্যে লেনদেনের নতুন নিয়ম, মেট্রো শহরে মাত্র ৩ বার, বাড়তি হলেই জানুন চার্জ কত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version