Home খবর দেশ এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আগুন, অল্পের জন্য বাঁচলেন শতাধিক যাত্রী

এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আগুন, অল্পের জন্য বাঁচলেন শতাধিক যাত্রী

দিল্লি থেকে উড়ে যাওয়ার পর এয়ার ইন্ডিয়ার বিমানে ইঞ্জিনে আগুন। মাঝ-আকাশেই বন্ধ করে দেওয়া হয় ইঞ্জিন। নিরাপদে দিল্লিতে ফেরে বিমান। যাত্রীরা সকলে সুরক্ষিত।

Air India

রবিবার সকালে ফের আতঙ্কের ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে। দিল্লি থেকে ইনদওরের উদ্দেশে ওড়াক পরই এআই ২৯১৩ বিমানে মাঝ-আকাশেই আগুন ধরে যায় একটি ইঞ্জিনে। দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। ডান দিকের ইঞ্জিনটি বন্ধ করে দিয়ে বিমানটিকে ফের দিল্লি বিমানবন্দরে নামানো হয়। সৌভাগ্যবশত সকল যাত্রীই অক্ষত রয়েছেন।

জানা গিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে দেখা যায় বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন। দুই ইঞ্জিনবিশিষ্ট বিমান হওয়ায় বাঁ দিকের ইঞ্জিন সচল থাকায় কয়েক মিনিট আকাশে ভেসে থাকার সুযোগ মেলে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে অবিলম্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। এরপর নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট বিমানের ইঞ্জিন কেন আগুন ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে যাত্রীদের ইনদওরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের ভোগান্তির জন্য সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী একটি বিমান ওড়ার পরেই ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। ফলে রবিবারের ঘটনাটি আরও একবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালেন এআই ২৯১৩ বিমানের যাত্রীরা।

এই খবরটিও পড়তে পারেন: উৎসবের মরসুমে গাড়ি ও সম্পত্তি ঋণের সুদ কমাল ব্যাঙ্ক অফ বরোদা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version