Home গাড়ি ও বাইক ভারতে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০, প্রারম্ভিক মূল্য, বুকিং-টেস্ট রাইডের তারিখ-সহ...

ভারতে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০, প্রারম্ভিক মূল্য, বুকিং-টেস্ট রাইডের তারিখ-সহ জানুন বিস্তারিত

0

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি তাদের নতুন ৬৫০ সিসির একটি বাইক লঞ্চ করেছে ভারতে। রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০ (Royal Enfield Bear 650) বাইকটি লঞ্চ করেছে তারা। এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৩.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম), এবং সর্বোচ্চ মূল্য ৩.৫৯ লক্ষ টাকা পর্যন্ত।

সংস্থা জানিয়েছে, এই বাইকটি মোট পাঁচটি রঙে পাওয়া যাবে – পেট্রল গ্রিন, ওয়াইল্ড হানি, গোল্ডেন শ্যাডো, বোর্ডওয়াক হোয়াইট এবং টু ফোর নাইন। মাঝারি ভ্যারিয়েন্টগুলোর দাম ৩.৪৪ লক্ষ ও ৩.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

বিয়ার ৬৫০ মডেলটিতে রয়েছে ৬৪৭.৯৫ সিসির টুইন-সিলিন্ডার ইঞ্জিন, যা আগের রয়্যাল এনফিল্ড মডেলগুলোর তুলনায় সামান্য উন্নত টিউনিং-সহ এসেছে। এর ইঞ্জিন ৪৭ বিএইচপি শক্তি ও ৫৬.৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম, যা অন্য মডেলগুলোর তুলনায় কিছুটা বেশি।

আরও পড়ুন: ইয়ামাহা টেনেরি ৭০০: নতুন ডিজাইন ও ইঞ্জিন আপডেটের যাবতীয় তথ্য চলে এল প্রকাশ্যে

বাইকটিতে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, যা চালকের সুবিধার্থে সুইচযোগ্য এবং টিএফটি ডিসপ্লে, যা গেরিলা ৪৫০ ও হিমালয়ান মডেল থেকে আনা হয়েছে।

বিয়ার ৬৫০-এর বিশেষ বৈশিষ্ট্য হল এর নতুন টু-ইন-ওয়ান এক্সহস্ট সিস্টেম, যা পারফরম্যান্সের পাশাপাশি ভিন্ন শব্দ প্রদান করে। বাইকটির কার্ব ওজন ২১৬ কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৪ মিলিমিটার এবং সিটের উচ্চতা ৮৩০ মিলিমিটার। সামনের সাসপেনশনে শোয়া ইউএসডি ফর্ক ও পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে, যেখানে সামনের সাসপেনশনের ট্র্যাভেল ১৩০ মিমি এবং পিছনে ১১৫ মিমি।

বলে রাখা ভালো, বর্তমানে ভারতে বিয়ার ৬৫০ মডেলের সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই বাইকটির ডেলিভারি নভেম্বর ২০২৪ থেকেই শুরু হওয়ার কথা রয়েছে এবং ১০ নভেম্বর, ২০২৪ থেকে বুকিং ও টেস্ট রাইড চালু হবে।

আরও পড়ুন: নতুন বাজাজ পালসার এন১২৫-এর পাঁচটি মূল ফিচার জেনে নিন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version