Home সংস্কৃতি গোর্কি সদনে সত্যজিৎ বিষয়ক প্রদর্শনী ‘শুধুই সত্যজিৎ’, চলবে ১৮ মে পর্যন্ত  

গোর্কি সদনে সত্যজিৎ বিষয়ক প্রদর্শনী ‘শুধুই সত্যজিৎ’, চলবে ১৮ মে পর্যন্ত  

0

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্রজগতের কিংবদন্তি সত্যজিৎ রায়। তবে শুধু চলচ্চিত্রজগতই নয়, বাংলা সাহিত্যজগতেও তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক। এককথায়, সত্যজিৎ রায় বাঙালির আবেগ। সেই সত্যজিৎ রায়ের সৃষ্টি নিয়ে গোর্কি সদনে আয়োজিত হয়েছে এক প্রদর্শনী – ‘শুধুই সত্যজিৎ’।       

এই প্রদর্শনীর মূল আয়োজক ‘কলকাতা কথকতা’ এবং ‘আইজেনস্টাইন সিনে ক্লাব’। ২০১৬ থেকেই নানা বিষয়ে প্রদর্শনী করে আসছে ‘কলকাতা কথকতা’। কলকাতা শহরের সংগ্রাহক, গবেষক, লেখকেরা এর সঙ্গে যুক্ত। এ বার এই প্রদর্শনীতে ‘কলকাতা কথকতা’র সঙ্গে যুক্ত হয়েছে ‘আইজেনস্টাইন সিনে ক্লাব’। এই প্রদর্শনীতে বিশেষ ভাবে সহযোগিতা করেছে ‘সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভস’।  

বৃহস্পতিবার বিকেল ৪টেয় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। রোজ বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনী চলবে শনিবার ১৮ মে পর্যন্ত।         

অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি গোস্বামী, অনিন্দ্য কর, ফাল্গুনী দত্ত রায়, উৎপল সান্যাল, জয়ন্ত ঘোষ, মলয় সরকার, সৌভিক মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উজ্জ্বল সর্দার, চন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখের সত্যজিৎ বিষয়ক সংগ্রহ প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।

এই প্রদর্শনীতে দর্শকরা দেখতে পাবেন ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির গোল তাস, ‘হীরক রাজার দেশে’র দোতারা, ‘ঘরে বাইরে’ ও ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবির ‘প্রপ’, ‘সোনার কেল্লা’ ও ‘জন অরণ্য’ ছবির চিত্রনাট্যের অংশ, নানা ছবির লবি কার্ড, বুকলেট, পোস্টার, বিজ্ঞাপন, নিমাই ঘোষ ও অসিত পোদ্দারের তোলা ছবি, সত্যজিতের লেখা চিঠি, স্কেচ, প্রচ্ছদচিত্র, বই, পত্রিকা, ক্যালেন্ডার ইত্যাদি।   

‘শুধুই সত্যজিৎ’ প্রদর্শনী দেখে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকুন।

আরও পড়ুন 

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version