Home দুর্গাপার্বণ দুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর...

দুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন

0

কলকাতা: আলোর বেণু বেজে উঠতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। অভিনব থিমে বেশ কয়েক বছর ধরেই চমক দেয় ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৭৫ বছরে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম এবার ‘উমা এলো পাড়ে’। সামগ্রিক ভাবে থিমের পরিকল্পনা ও রূপায়ণে রয়েছেন পার্থ জোয়ারদার।

শিল্পী পার্থ জোয়ারদার বলেন, “আশ্বিনের পুণ্যলগ্নে বিশ্বজননী মহামায়ার আগমনীবার্তা প্রতিটি মানুষের হৃদয়ে এক অদ্ভুত ভাবাবেগের সঞ্চার করে। আমরা প্রত্যেকেই জীবনধারণের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা লড়াই করি। কিন্তু জগজ্জননী দেবী দুর্গার আগমনবার্তা আমাদের আনন্দসাগরে ভাসিয়ে রাখে। মায়ের আগমনে জাদুকাঠির ছোঁয়ায় যেন সব কষ্ট দুঃখ বেদনা উধাও হয়ে যায়। ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের পুজোয় এ বছরের থিম ‘উমা এলো পাড়ে’। অর্থাৎ মহেশ্বরীর আগমন আমাদের এই ধরায়।

durga shahidnagar 1 25.09

“মৎস্যজীবীরা সারা বছর রোদে পুড়ে, জলে ভিজে, আমাদের সবার মুখে হাসি  ফোটানোর জন্য অপরিসীম পরিশ্রম করেন। বছরভর জীবনসংগ্রাম চালিয়ে পরিজনদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর এই কটা দিন তাঁরাও ফিরে আসেন পাড়ে। নিজের ঘরে একটু আনন্দে গা ভাসিয়ে পরিজনদের নিয়ে সময় কাটান তাঁরা। এরপর ফিরে যাওয়ার পালা। অফুরন্ত শক্তি সঞ্চয় করে, আশা, আনন্দ বুকে নিয়ে আবার কাজে ফিরে যান মৎস্যজীবীরা। এবারে শহিদনগর সর্বজনীনের পুজোয় মৎস্যজীবীদের সঙ্গে পুজোর আনন্দযজ্ঞে আমরাও শামিল হয়েছি।”

কীভাবে এবার থিমের রূপায়ণ করা হবে সে প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ জোয়ারদার জানান, “সারাবছর নদী, সমুদ্রে জলে থাকলেও পুজোর কটা দিন পাড়ে ফিরে আসেন মৎস্যজীবীরা। আমার কাছে পাড় মানে শুধু নদী বা সমুদ্রের পাড় নয়, পাড় আমার কাছে মাতৃভূমি। পুজোর কটা দিন মাতৃ আরাধনা করে আনন্দের মধ্যে কাটিয়ে আবার কাজে ফিরে যান। গোটা মণ্ডপসজ্জায় নারকেল দড়ির ইনস্টলেশন থাকছে। পরিবেশরক্ষারও বার্তা থাকছে। সাবেকি প্রতিমা হবে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে।”

কোথায় এই মণ্ডপ

যাদবপুর থানার মোড় থেকে ই এম বাইপাসগামী যাদবপুর কানেক্টর ধরুন। রেল ওভারব্রিজ পেরিয়ে বাসস্টপ ‘স্পাইস অফ জয় রেস্তোরাঁ’। রাস্তা পেরিয়ে উলটোদিকে ঢুকে গেলেই পুজোমণ্ডপ। বাইপাসের দিক থেকে এলে রুবি ছাড়িয়ে কালিকাপুরে অভিষিক্তার মোড় থেকে যাদবপুর কানেক্টর ধরুন। যথারীতি ‘স্পাইস অফ জয় রেস্তোরাঁ’ বাসস্টপ এসে বাঁদিকে ঢুকে যান।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: ৮২ বছরে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির থিম ‘শুদ্ধি’, দলিতদের অধিকার প্রতিষ্ঠার ডাক

দুর্গোৎসব ২০২৪: সাতমহলা জমিদারবাড়ির অন্তঃপুরের কাহিনি শোনাতে প্রস্তুত সিংহী পার্ক সর্বজনীন

দুর্গোৎসব ২০২৪: জাঁকজমকপূর্ণ আড়ম্বর নয়, ভক্তিভরে মায়ের উপাসনাই লক্ষ্য কাঁকুড়গাছি মিতালীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version