Home দুর্গাপার্বণ ঠাকুর দেখতে বেরিয়েছেন? মণ্ডপে ভিড়ের মাঝে পার্কিং, মেট্রো, এটিএম—সব তথ্য এ বার...

ঠাকুর দেখতে বেরিয়েছেন? মণ্ডপে ভিড়ের মাঝে পার্কিং, মেট্রো, এটিএম—সব তথ্য এ বার হাতের মুঠোয়

দুর্গাপুজো ঘিরে ভিড় সামলাতে রাজ্য পুলিশ চালু করল ‘সবার পুজো’ অ্যাপ আর কলকাতা পুলিশ চালু করল ‘পুজো বন্ধু’ অ্যাপ। কোথায় মণ্ডপ, রুট, পার্কিং, জরুরি নম্বর—সবই জানা যাবে এক ক্লিকে।

durga puja app

দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। আর সেই উত্সব ভিড়কে আরও সুরক্ষিত ও সুবিধাজনক করতে এগিয়ে এলো রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ। শুক্রবার রাজ্য পুলিশ লঞ্চ করল নতুন অ্যাপ ‘সবার পুজো’, আর কলকাতা পুলিশ চালু করল ‘পুজো বন্ধু’

‘সবার পুজো’ অ্যাপ

রাজ্য পুলিশের তৈরি এই অ্যাপের মাধ্যমে উৎসবপ্রেমীরা মণ্ডপ সংক্রান্ত নানা তথ্য পাবেন। জানা যাবে—

  • গাড়ি পার্কিংয়ের জায়গা
  • টয়লেট
  • মেট্রো সার্ভিস
  • ট্রান্সপোর্ট রুট
  • জরুরি হেল্পলাইন
  • স্থানীয় থানার ও হাসপাতালের নম্বর

এই পরিষেবা আপাতত কলকাতা বাদে বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, চন্দননগর কমিশনারেট এবং পূর্ব বর্ধমান, বারুইপুর ও ডায়মন্ড হারবার জেলাতে চালু হয়েছে।

পুলিশের এক শীর্ষকর্তা জানান, “সল্টলেকের বহু বিখ্যাত পুজো দেখতে আসেন মানুষ। মেট্রো পরিষেবা চালু হওয়ায় ভিড় আরও বাড়বে। এই অ্যাপ তাঁদের অনেক সাহায্য করবে।”

‘পুজো বন্ধু’ অ্যাপ

অন্যদিকে, কলকাতার দর্শনার্থীদের জন্য ‘পুজো বন্ধু’ অ্যাপ চালু করেছে কলকাতা পুলিশ। এর মাধ্যমে ২৪৩টি গুরুত্বপূর্ণ দুর্গাপুজো মণ্ডপের তথ্য ও ভার্চুয়াল ট্যুর মিলবে। থাকবে জরুরি পরিষেবার তথ্যও।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা শুক্রবার চতুর্থীতে অ্যাপটির উদ্বোধন করেন। সঙ্গে চালু হয় কলকাতা পুলিশের ট্রাফিক গাইড। এছাড়া, বিভিন্ন মণ্ডপে সাইবার সচেতনতা কিয়স্ক বসানো হবে, যাতে ভিড়ের মধ্যে সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতন করা যায়।

দুই পুলিশ সংস্থার এই উদ্যোগে দুর্গাপুজো ভ্রমণ এবার আরও হবে স্মার্ট, নিরাপদ ও ঝামেলাহীন

আরও পুজোর খবর পড়ুন এখানে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version