Home দুর্গাপার্বণ দুর্গাপুজোয় নারীদের নিরাপত্তায় ‘সুরক্ষা দ্বার’, অভিনব উদ্যোগ এভাররেডির

দুর্গাপুজোয় নারীদের নিরাপত্তায় ‘সুরক্ষা দ্বার’, অভিনব উদ্যোগ এভাররেডির

Eveready

দুর্গাপুজোর ভিড়েও এবার মহিলাদের জন্য থাকছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। ব্যাটারি ও ফ্ল্যাশলাইটের শীর্ষ ব্র্যান্ড এভাররেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড কলকাতায় চালু করল অভিনব উদ্যোগ— ‘সুরক্ষা দ্বার’ (The Gate of Safety)। দক্ষিণ কলকাতার শিবমন্দির, বাবুবাগান ও বেহালা ক্লাব-সহ একাধিক নামী পুজোয় তৈরি হয়েছে নারীদের জন্য আলাদা প্রবেশদ্বার।

এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে এভাররেডির সাইরেন টর্চ। এতে রয়েছে 100 dBA অ্যালার্ম সিস্টেম। বিপদের সময়ে মহিলারা শুধু চেইন টানলেই বাজবে সাইরেন, যা ডেকে আনবে সাহায্য। ফলে ভিড়ের মধ্যে বা নির্জন পরিস্থিতিতে মিলবে নিরাপত্তার নিশ্চয়তা।

এভাররেডির সিইও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুজো কেবল উৎসব নয়, এটি শুভশক্তির জয়ের প্রতীক। আমরা বিশ্বাস করি মহিলাদের সবসময় নিরাপদ ও ক্ষমতাশালী বোধ করা উচিত। সেই কারণেই ‘সুরক্ষা দ্বার’ উদ্যোগ নারীদের জন্য আরও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার চেষ্টা।”

এই পদক্ষেপের প্রশংসা করেছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি, যাঁর নতুন ছবি রক্তবীজ ২ মুক্তি পেয়েছে সম্প্রতি। কৌশানির কথায়, “দুর্গাপুজো উদযাপন শক্তির প্রতীক। এই সময়ে প্রতিটি মহিলার উচিত ভয়হীনভাবে উৎসবে যোগ দেওয়া। এভাররেডির উদ্যোগ নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।”

এভাররেডি এই প্রচারের অংশ হিসেবে শুরু করেছে বহুস্তরীয় প্রচার—

  • মণ্ডপে বিশেষ সেলফি ওয়াল “আমার পুজো’র সুরক্ষা সেলফি” বার্তা নিয়ে
  • সেলিব্রিটি ওয়ার্কথ্রু লাইভ স্ট্রিমিং
  • দর্শনার্থীদের সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা ভাগ করার উৎসাহ

উল্লেখ্য, চলতি বছর মহাকুম্ভ ২০২৫-এও এভাররেডি পুলিশদের হাতে দিয়েছিল সাইরেন টর্চ, যা ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করেছিল।

দুর্গাপুজোর আড়ম্বরের পাশাপাশি ‘সুরক্ষা দ্বার’ এবার প্রতিমা দর্শনে আসা নারী, শিশু ও প্রবীণদের জন্য নিরাপত্তা ও আস্থার এক নতুন অধ্যায় যোগ করল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version