Home দুর্গাপার্বণ দুর্গোৎসব ২০২৪: অভিনব দুর্গাপুজোয় মাতেন গোর্খা জওয়ানরা, কোথায় হয় এমন পুজো

দুর্গোৎসব ২০২৪: অভিনব দুর্গাপুজোয় মাতেন গোর্খা জওয়ানরা, কোথায় হয় এমন পুজো

0

দেবীপক্ষে শক্তির আরাধনায় মাতেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কর্মরত ঝাড়খণ্ড আর্মড পুলিশের (জ্যাপ, JAP) গোর্খা জওয়ানরা। বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে আশ্বিন মাসের শুক্লপক্ষে নবরাত্রির সময় ঘট স্থাপন করা হয়।

অন্যান্য বছরের মতো এ বছরও নেপালি রীতিনীতি মেনে শক্তির আরাধনায় মেতেছেন গোর্খা জওয়ান ও তাঁদের পরিজনরা। দেবী দুর্গার ঘট স্থাপনের পর বন্দুক থেকে আকাশে গুলি ছুড়ে তাঁরা শক্তির আরাধনা শুরু করেন। মহানবমীর বিশেষ দিনে বন্দুক থেকে ১০১ বার গুলি ছুড়ে তাঁরা দেবীর উদ্দেশে বিশেষ তোপধ্বনি দেন। মা দুর্গার চরণে নিজেদের অস্ত্র নিবেদন করেন গোর্খা জওয়ানরা। গোর্খা রেজিমেন্টের সূচনা হওয়ার পর থেকে এই অস্ত্রপুজোর প্রচলন হয়ে আসছে। গোর্খারা মনে করেন, দেবীর পায়ে অস্ত্র নিবেদন করলে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র কখনও বিগড়ে যাবে না।

ঝাড়খণ্ড আর্মড পুলিশের গোর্খা জওয়ানদের এই নবরাত্রি উদযাপন আদতে শুরু হয় ১৮৮০ সালে তখনকার গোর্খা ব্রিগেডের হাত ধরে। ১৯১১ সালে বিহার রাজ্য গঠনের পর বাহিনীর নাম হয় বিহার মিলিটারি পুলিশ। বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হওয়ার পর বাহিনীর নাম বদলে হয় ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশ তথা ঝাড়খণ্ড আর্মড পুলিশ। পরিবেশ রক্ষার জন্য মহাসপ্তমীর দিন হয় ফুল পতি শোভাযাত্রা। ৯টি গাছকে মা দুর্গা ভেবে পুজো করা হয়। তোপধ্বনি দেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version