Home খেলাধুলো ক্রিকেট মহিলা টি২০ বিশ্বকাপ: নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হরমনপ্রীতরা, ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারাল...

মহিলা টি২০ বিশ্বকাপ: নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হরমনপ্রীতরা, ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারাল সাউথ আফ্রিকা

0
জয়ের পড়ে নিউজিল্যান্ড দল। ছবি T20 World Cup 'X' থেকে নেওয়া।

নিউজিল্যান্ড: ১৬০-৪ (সোফি ডেভিন ৫৭ নট আউট, জর্জিয়া প্লিমার ৩৪, রেণুকা সিং ২-২৭)

ভারত: ১০২ (১৯ ওভার) (হরমনপ্রীত কৌর ১৫, রোজমেরি মায়ার ৪-১৯, লি তাহুহু ৩-১৫, এডেন কারসন ২-৩৪)

দুবাই: ভারতের ভারী ভারী নামের ব্যাটার – হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, জেমিমা রডরিগুয়েজ – কেউই দাঁড়াতে পারলেন না নিউজিল্যান্ডের আক্রমণের সামনে। তাঁরা আত্মসমর্পণ করলেন কিউয়ি বোলারদের কাছে। ফলে মেয়েদের টি২০ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র ম্যাচে নিউজিল্যান্ড খুব সহজেই বধ করল ভারতকে।

শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে তারা করে ১৬০ রান ৪ উইকেট হারিয়ে। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১৯ ওভারেই গুটিয়ে যায় ভারত । তারা ইনিংস শেষ করে ১০২ রানে। ফলে কিউয়িরা ভারতকে হারায় ৫৮ রানে।

কিউয়িদের শক্ত ভিত গড়ল ওপেনিং জুটি

নিউজিল্যান্ডের ওপেনিং জুটিই শক্ত ভিত গড়ে দেয়। সুজি বেটস এবং জর্জিয়া প্লিমার দুজনে অবিচ্ছেদ্য থেকে ৭.৩ ওভারে করেন ৬৭ রান। দলের ৬৭ রানেই দুজন আউট হন। প্রথমে আউট হন বেটস। অরুন্ধতী রেড্ডির বলে শ্রেয়াঙ্কা পাটিলকে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩ বল পরেই ফিরে যান জর্জিয়া প্লিমার। তিনি আশা শোভনার বলে স্মৃতি স্মৃতি মন্ধানার হাতে ক্যাচ দিয়ে আউট হন।

দলের হাল ধরেন আমেলিয়া কের এবং সোফি ডেভিন। কের দলের ৯৯ রানে রেণুকা সিংয়ের বলে পূজা বস্ত্রকারকে ক্যাচ দিয়ে আউট হলে ডেভিনের সঙ্গী হন ব্রুক হ্যালিডে। তাঁরা দুজনে দলের রান নিয়ে যান ১৪৫-এ। ওই রেণুকারই বলে মন্ধানাকে ক্যাচ দিয়ে ফিরে যান হ্যালিডে। এবার ডেভিন এবং ম্যাডি গ্রিন অবিচ্ছেদ্য থেকে রান নিয়ে যান ১৬০-এ। সোফি ডেভিন ৫৭ রানে নট আউট থাকেন।

কোনো ভারতীয় ব্যাটার মাথাই তুলতে পারলেন না  

জয়ের জন্য প্রয়োজনীয় ১৬১ রান তাড়া করতে গিয়ে ভারত প্রথম থেকেই বিপদে পড়ে। একেবারে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ভারতের কোনো ব্যাটার বিন্দুমাত্র মোকাবিলা করতে পারেননি কিউয়ি বোলারদের। সবচেয়ে বেশি রান আসে অধিনায়ক হরমনপ্রীতের ব্যাট থেকে – ১৫ রান। হরমনপ্রীত ছাড়া আর ৪ জন ব্যাটার দু’ অঙ্কের রানে ঢোকেন। এঁরা হলেন দীপ্তি শর্মা (১৩ রান), জেমিমা রডরিগুয়েজ ১৩ রান), স্মৃতি মন্ধানা (১২ রান) এবং রিচা ঘোষ (১২ রান)।

এ যদি ব্যক্তিগত স্কোর হয় তাহলে আর বলার অপেক্ষা রাখে না বাকিদের স্কোর কী। রোজমেরি মায়ার (৪-১৯), লি তাহুহু (৩-১৫) এবং এডেন কারসন (২-৩৪) নাস্তানাবুদ করেন ভারতীয়দের। শেষ পর্যন্ত ৫৮ রানে হার স্বীকার করে ভারত। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন সোফি ডেভিন।

women t20 wc sa 05.10

সহজ জয় পেল সাউথ আফ্রিকা। ছবি T20 World Cup ‘X’ থেকে নেওয়া।

১৩ বল বাকি থাকতেই সাউথ আফ্রিকার জয়

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘বি’-র ম্যাচে সাউথ আফ্রিকা ১০ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজকে। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৮ রান তোলে। জবাবে সাউথ আফ্রিকা ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় কোনো উইকেট না হারিয়ে। তারা করে ১১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বলার মতো ব্যাট করেন স্ট্যাফ্যানি টেলর। ৪১ বলে ৪৪ রান করে তিনি নট আউট থাকেন। সাউথ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা ২৯ রান দিয়ে ৪টি উইকেট পান। সাউথ আফ্রিকার দুই ওপেনারই অর্ধশত রান পূর্ণ করেন। দলের অধিনায়ক লরা উলভার্ডট ৫৯ রানে এবং তাজমিন ব্রিটস ৫৭ রানে অপরাজিত থাকেন। ননকুলুলেকো এমলাবাকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version