শারদোৎসবের জন্য দিন গুনছে আপামর বাঙালি। কলকাতার পুজোর ময়দান এখন সরগরম। আলোর বেণু বেজে ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ মুহূর্তে তুলির টান দিতে ব্যস্ত উত্তর কলকাতার কাঁকুড়গাছি মিতালী। এবছর ৮৯তম বর্ষে তাদের পুজোর থিম ভাবনা ‘সখের বাজার।’
‘নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে’ যেতে এক মন লাগলেও মিতালী কাঁকুড়গাছির ‘সখের বাজারে’ আসার জন্য কোনো শর্ত আরোপ করা হয়নি।
দর্শকদের নিজেদের স্বপ্নের ঝুলি নিয়ে তাঁদের ৮৯তম দুর্গোৎসবে ‘সখের বাজারের’ অলিতে-গলিতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন কাঁকুড়গাছি মিতালীর আয়োজকরা।

পুজো কমিটির কর্তা নীলকমল পাল জানান, ‘সখের বাজারে নানান রকম পসরা সাজিয়ে বসেন স্বপ্নের কারবারিরা। আপনি যদি স্বপ্ন দেখতে ভালোবাসেন তাহলে সখের বাজারে আসলে আপনি এমন এক দুনিয়ায় সফর করবেন যেখানে স্বপ্নের কারবারিরা বসেছে পসরা সাজিয়ে। দুর্গাপুজোর মণ্ডপে গড়ে তোলা হচ্ছে এক রোজনামচার বাজার ও সেই বাজারকে ঘিরে কল্পনার জগত তৈরি হচ্ছে।
এই কল্পনার জগতের কোণায় কোণায় কত নতুন নতুন স্বপ্ন লালিত, পালিত হচ্ছে। তৈরি হচ্ছে কত শত আহ্লাদ। সুদিনের দরজায় কড়া নাড়ছে বিশ্বায়ন। গ্রহণযোগ্যতা তৈরি করার ঠাসাঠাসি প্রতিযোগিতা তৈরি হচ্ছে। আর সেই প্রতিযোগিতায় সকলে সখের বাজারে ধুলো ঝেড়ে নিজেদের পসরা সাজিয়ে তুলছেন। গড়ে উঠছে এক সমান্তরাল ব্রহ্মাণ্ড।’
দুর্গাপুজোর সব প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন