খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের। রবিবার মাঝরাত থেকেই সূচনা হয়েছে প্রতিপদ তিথির। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ।

কুমোরটুলি থেকে ঠাকুর যাচ্ছে মণ্ডপে।
মহালয়ার আগেই কুমোরটুলি থেকে মহানগরী কলকাতার বহু সর্বজনীন পূজামণ্ডপে সপরিবার পৌঁছে গিয়েছেন মা দুর্গা। প্রতিমার শেষ পর্যায়ের কাজ মণ্ডপেই চলছে। আর বনেদি বাড়িগুলিতে তো দুর্গাপূজার আনুষঙ্গিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
উত্তর কলকাতায় সিমলা ব্যায়াম সমিতির পুজোয় চক্ষুদান শিল্পী সনাতন রুদ্রপালের।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্গাপূজা নিয়ে চূড়ান্ত ব্যস্ত। বহু সর্বজনীন পূজা উদ্বোধনের দায়িত্ব তাঁর। কোথাও সশরীরে আবার কোথাও বা ভার্চুয়াল মাধ্যমে পূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে অন্যান্যবারের মতো এবারেও চেতলা অগ্রণীতে মা দুর্গার চক্ষুদান করেছেন মমতা।
সুরুচি সংঘে ঢাক বাজিয়ে পুজোর থিম সং উদ্বোধনে মন্ত্রী অরূপ বিশ্বাস।
শুধু মুখ্যমন্ত্রীই নন, তাঁর মন্ত্রিসভার বহু মন্ত্রীই নিজেদের দুর্গাপূজা নিয়ে খুবই ব্যস্ত। যেমন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। আপাতত তিনি ব্যস্ত নিউ আলিপুরের সুরুচি সংঘের পূজা নিয়ে।
আরও পড়ুন
২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা