Home খবর কলকাতা ২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

Amit Shah Kolkata Visit

২২ বা ২৩ সেপ্টেম্বর নয়, আগামী শুক্রবার ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির উদ্যোগে বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র’ (ইজ়েডসিসি)-তে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করার কথা তাঁর। পাশাপাশি উত্তর ও দক্ষিণ কলকাতার আরও দু’টি মণ্ডপের উদ্বোধন করতে পারেন শাহ। তবে চূড়ান্ত সফরসূচি হাতে না-পাওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে চাইছে না বিজেপি নেতৃত্ব।

২০২০ সালে প্রথমবার ইজ়েডসিসি-তে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে সেই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভার্চুয়াল মাধ্যমে। এরপর ২০২৩ সালে শাহ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজো উদ্বোধন করেন। এবার আবারও বিধানসভা নির্বাচনের আগের বছর কলকাতায় পুজো উদ্বোধনে আসছেন তিনি।

সম্ভাব্য কর্মসূচি

শাহ এবার একটির বদলে তিনটি মণ্ডপ উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে।

  • বিধাননগরের ইজেডসিসি পুজো
  • উত্তর কলকাতার লেবুতলা পার্ক পুজো (উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ)
  • দক্ষিণ কলকাতার একটি মণ্ডপ (যেখানে যাওয়ার সম্ভাবনা বেশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সংলগ্ন এলাকা)

বিজেপি সূত্রে খবর, শাহের উদ্বোধনের আগেই সজল ঘোষের পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে প্রদীপ জ্বালিয়ে ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ শুক্রবারেই করবেন শাহ।

শাহের সফরের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। বিজেপি সূত্রে দাবি, দুর্গাপুজো মঞ্চ থেকেই বাংলার রাজনীতিতে বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: দুর্গাপুজো সংক্রান্ত সব প্রতিবেদন পড়ুন এখানে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version